অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! আজ যেন ধোনিরই দিন

| Jan 18, 2019, 18:30 PM IST
1/6

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

এমন কৃতিত্ব এর আগে তিনজন ভারতীয় ব্য়াটসম্যানের ছিল। সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলি ও রোহিত শর্মার। এবার চতুর্থ ভারতীয় ব্যাটসম্য়ান হিসাবে তিনিও তালিকায় ঢুকে পড়লেন। মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়ার মাটিতে এক অনন্য রেকর্ডের মালিক হলেন। 

2/6

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের ক্রিকেটে এক হাজার রানের মালিক হওয়ার জন্য ধোনির প্রয়োজন ছিল মাত্র ৩৪ রান। ধোনি এদিন সেই রেকর্ড স্পর্শ করলেন। 

3/6

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

একদিনের সিরিজে পর পর তিনটি সেঞ্চুরির রেকর্ড করলেন এমএস ধোনি। হলেন সিরিজ সেরা। 

4/6

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

২০১৯ বিশ্বকাপের আগে ফিরে পাওয়া গেল ফিনিশার ধোনিকে। ভারতীয় দলের পক্ষে এটা কিন্তু অনেক বড় সুখবর। 

5/6

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

২০১৮-তে একটিও অর্ধশতরান করতে পারেননি ধোনি। তাঁর ফর্ম নিয়ে সমালোচনা চলছিল। অনেকেই বলেছিলেন ফিনিশার ধোনি কার্যত শেষ। কিন্তু সঠিক সময় তিনি আবার জ্বলে উঠলেন। 

6/6

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

অস্ট্রেলিয়ায় এক হাজার রান, সিরিজ সেরা! এ যেন ধোনিরই দিন

মেলবোর্নে ১১৪ বলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন তিনি। বোঝালেন, বিশ্বকাপের দলে এখনও তিনি অপরিহার্য। যাবতীয় সমালোচনার জবাব দিয়ে গেলেন ধোনি।