প্রধানমন্ত্রীর সময় নেই, তৃণমূলের পাল্টা ২৩ জানুয়ারি ব্রিগেড করতে অক্ষম রাজ্য বিজেপি
Aug 04, 2018, 21:57 PM IST
1/10
modi6
অঞ্জন রায়: তৃণমূলের পাল্টা ২৩ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ করতে পারছে না রাজ্য বিজেপি। ওই দিনের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির থাকবেন বলে ঘোষণা করা হয়েছিল।
2/10
modi5
তবে ২৩ জানুয়ারি নরেন্দ্র মোদী আসতে পারবেন না। তাঁর ঠাসা কর্মসূচি থাকায় সময় নেই বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।
photos
TRENDING NOW
3/10
modi4
তাহলে কবে আসতে পারবেন প্রধানমন্ত্রী? আদৌ কি ব্রিগেড সমাবেশ করতে পারবে বিজেপি? ব্রিগেডে কি মমতা-মোদীর ডুয়েল হবে না?
4/10
modi3
প্রথমে বিজেপির তরফে বলা হয়েছিল, ৯ জানুয়ারি রাজ্যে আসতে পারবেন নরেন্দ্র মোদী। ওই দিনই হবে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ।
5/10
modi2
অর্থাত্ মমতার ব্রিগেড সমাবেশের আগে কলকাতায় সভা করে যাবেন মোদী। পরে জানা যায়, ২৯ জানুয়ারির পর সময় হবে নমোর।
6/10
modi1
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, ২৯ জানুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে সভা হলে আসতে পারবেন নরেন্দ্র মোদী। সেই মতো ব্রিগেড সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত করতে হবে বিজেপি নেতৃত্বকে।