১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর আইন, কী বদল হচ্ছে? জেনে নিন

Mar 30, 2018, 18:13 PM IST
1/20

jaitley

গত বাজেটে কর কাঠামোয় একাধিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন অরুণ জেটলি। বেতনভোগীদের সুবিধা দিতে 'স্ট্যান্ডার্ড ডিডাকশন'-এর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার চালু হতে পারে সেই ব্যবস্থা।

গত বাজেটে কর কাঠামোয় একাধিক পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন অরুণ জেটলি। বেতনভোগীদের সুবিধা দিতে 'স্ট্যান্ডার্ড ডিডাকশন'-এর প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার চালু হতে পারে সেই ব্যবস্থা।

2/20

trans and medical deduc

পরিবহণ ভাতা ও মেডিক্যাল পরিশোধের উপরে ৪০ হাজার টাকা ছাড়ের ঘোষণা করেছেন অরুণ জেটলি। এর ফলে উপকৃত হবেন ২.৫ কোটি চাকুরিজীবী। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর দফতর জানিয়েছে, এই ছাড় পেতে কোনও নথি বা প্রমাণ দিতে হবে না। এই ব্যবস্থাই আদতে 'স্ট্যান্ডার্ড ডিডাকশন'।

পরিবহণ ভাতা ও মেডিক্যাল পরিশোধের উপরে ৪০ হাজার টাকা ছাড়ের ঘোষণা করেছেন অরুণ জেটলি। এর ফলে উপকৃত হবেন ২.৫ কোটি চাকুরিজীবী। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর দফতর জানিয়েছে, এই ছাড় পেতে কোনও নথি বা প্রমাণ দিতে হবে না। এই ব্যবস্থাই আদতে 'স্ট্যান্ডার্ড ডিডাকশন'।

3/20

medi and transport

পরিবহণ ও মেডিক্যাল ভাতা করযোগ্য

পরিবহণ ও মেডিক্যাল ভাতা করযোগ্য

4/20

salaried class

বছরে ৪০ হাজার টাকা ছাড় দিলেও করের বোঝা বেড়েছে চাকুরিজীবীদের। চিকিত্সা খরচ পরিশোধের ক্ষেত্রে কর ছাড়ের সীমা বছরে ১৫ হাজার টাকা হতে চলেছে। চলতি নিয়মে পুরো খরচটাই করমুক্ত ছিল। পাশাপাশি, পরিবহন ভাতার ক্ষেত্রেও প্রতি মাসে খরচের সীমা ১৬০০ টাকায় বেঁধে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রেও এতদিন কোনও উর্দ্ধসীমা ছিল না।

বছরে ৪০ হাজার টাকা ছাড় দিলেও করের বোঝা বেড়েছে চাকুরিজীবীদের। চিকিত্সা খরচ পরিশোধের ক্ষেত্রে কর ছাড়ের সীমা বছরে ১৫ হাজার টাকা হতে চলেছে। চলতি নিয়মে পুরো খরচটাই করমুক্ত ছিল। পাশাপাশি, পরিবহন ভাতার ক্ষেত্রেও প্রতি মাসে খরচের সীমা ১৬০০ টাকায় বেঁধে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রেও এতদিন কোনও উর্দ্ধসীমা ছিল না। 

5/20

4 perchantage cess

৪ শতাংশ সেস

৪ শতাংশ সেস

6/20

cess

বর্তমান ৩ শতাংশ শিক্ষা সেসের পরিবর্তে ৪ শতাংশ স্বাস্থ্য ও শিক্ষা সেসের ঘোষণা করেছেন জেটলি।

বর্তমান ৩ শতাংশ শিক্ষা সেসের পরিবর্তে ৪ শতাংশ স্বাস্থ্য ও শিক্ষা সেসের ঘোষণা করেছেন জেটলি।  

7/20

long term cap gain

দীর্ঘমেয়াদি মূলধনী আয়

দীর্ঘমেয়াদি মূলধনী আয় 

8/20

long term fdi

দীর্ঘমেয়াদি মূলধনী আয়ের উপরে এবার কর দিতে হবে। ১ এপ্রিলের পর শেয়ার বেচলে তা করযোগ্য হবে।

দীর্ঘমেয়াদি মূলধনী আয়ের উপরে এবার কর দিতে হবে। ১ এপ্রিলের পর শেয়ার বেচলে তা করযোগ্য হবে। 

9/20

senior

প্রবীণদের জন্য কর ছাড়

প্রবীণদের জন্য কর ছাড়

10/20

bank deposit

ব্যাঙ্ক ও পোস্টঅফিসের মেয়াদি আমানতের সুদে কর ছাড় ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা।

ব্যাঙ্ক ও পোস্টঅফিসের মেয়াদি আমানতের সুদে কর ছাড় ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা। 

11/20

TDS

প্রবীণ নাগরিকদের টিডিএস

প্রবীণ নাগরিকদের টিডিএস 

12/20

194A

১৯৪এ ধারায় ছাড়ের ক্ষেত্রে টিডিএস লাগবে না। স্থায়ী আমানত ও রেকারিং আমানতের সুদের ক্ষেত্রে এই সুবিধা মিলবে।

১৯৪এ ধারায় ছাড়ের ক্ষেত্রে টিডিএস লাগবে না। স্থায়ী আমানত ও রেকারিং আমানতের সুদের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। 

13/20

medi expenses

প্রবীণ নাগরিকদের চিকিত্সা খরচ

প্রবীণ নাগরিকদের চিকিত্সা খরচ

14/20

80d

৮০ডি ধারায় চিকিত্সা খরচ বা বিমার প্রিমিয়ামের উপরে কর ছাড়ের সীমা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। গুরুতর রোগের ক্ষেত্রে তা ৬০ হাজার থেকে করা হয়েছে ৮০ হাজার টাকা। আরও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই ছাড় ১ লক্ষ টাকা।

৮০ডি ধারায় চিকিত্সা খরচ বা বিমার প্রিমিয়ামের উপরে কর ছাড়ের সীমা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। গুরুতর রোগের ক্ষেত্রে তা ৬০ হাজার থেকে করা হয়েছে ৮০ হাজার টাকা। আরও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই ছাড় ১ লক্ষ টাকা। 

15/20

equity mutual

মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ

মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ

16/20

equity mutual

ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে ১০ শতাংশের ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করের প্রস্তাব দিয়েছেন জেটলি।

ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে ১০ শতাংশের ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন করের প্রস্তাব দিয়েছেন জেটলি।

17/20

pm

প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা

প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা  

18/20

rupees

এই প্রকল্পে প্রবীণ নাগরিকদের বিনিয়োগে কর ছাড়ের সীমা ৭.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ লক্ষ টাকা।

এই প্রকল্পে প্রবীণ নাগরিকদের বিনিয়োগে কর ছাড়ের সীমা ৭.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫ লক্ষ টাকা। 

19/20

nps

জাতীয় পেনশন প্রকল্প

জাতীয় পেনশন প্রকল্প-

20/20

non employee

অসংগঠিত কর্মীদের ক্ষেত্রে ন্যাশনাল পেনশন প্রকল্পে ৪০ শতাংশ ছাড়।

অসংগঠিত কর্মীদের ক্ষেত্রে ন্যাশনাল পেনশন প্রকল্পে ৪০ শতাংশ ছাড়।