নতুন বছরে, নতুন জার্সিতে এশিয়ান কাপে স্বপ্ন দেখাচ্ছে সুনীলরা
Dec 20, 2018, 09:02 AM IST
1/6
1
# এশিয়ান কাপে নতুন জার্সিতে খেলবেন সুনীল ছেত্রীরা। নাইকির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় 'সিক্স-ফাইভ-সিক্স' সংস্থার সঙ্গে চুক্তি করল এআইএফএফ।
2/6
2
# বুধবার নয়াদিল্লিতে ভারতীয় ফুটবল দলের নতুন জার্সি পড়ে র্যাম্পে হাঁটেন সুনীল ছেত্রী, জেজে,প্রীতম, শুভাশিস, গুরপ্রীত, রাউলিন, গুরপ্রীতরা।
photos
TRENDING NOW
3/6
3
# অনুষ্ঠানে এআইএফএফ-এর প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল বলেন, "নতুন জার্সি দেখে আমি খুব খুশি। গত বছরের আমাদের দলের পারফরম্যান্স বেশ ভাল। এবার আমাদের লক্ষ্য ২০২৬ সালে বিশ্বকাপে খেলা। সেই স্বপ্নপূরণের আগে এখন আমাদের লক্ষ্য আগে এশিয়ান কাপ জেতা।"
4/6
4
# বৃহস্পতিবারই এশিয়ান কাপের প্রস্তুতিতে ২৮ আবু ধাবি উড়ে যাবে ২৮ জনের ভারতীয় ফুটবল দল। সেখানে সপ্তাহ দুয়েকের প্রস্তুতি সেরে নেবেন স্টিফেন কনস্টানটাইনের দল। ২৭ ডিসেম্বর ওমানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।
5/6
5
# এশিয়ান কাপে ভারতের প্রথম ম্যাচ ৬ জানুয়ারি তাইল্যান্ডের বিরুদ্ধে। ১০ জানুয়ারি ভারতের সামনে সংযুক্ত আরব আমিরশাহি।১৪ তারিখ গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাহরিন।
6/6
6
# ভারতীয় দলের কোচ স্টিফেন কনস্টানটাইন বলেন, " আমাদের এখন একটাই লক্ষ্য এশিয়ান কাপ ২০১৯। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছি আমরা। আমাদের নজর তাইল্যান্ড ম্যাচে।"