ভারতের বাজারে নতুন সুইফট আনতে চলেছে মারুতি সুজুকি। বাজার কাঁপানো এই গাড়ির নতুন অবতারে প্রায় সব ক্ষেত্রেই কোনও না কোনও পরিবর্তন করেছে সুজুকি। বাইরে হোক বা ভিতর, নতুন সুজুকি হয়েছে আরও আকর্ষণীয়।
2/6
নতুন মারুতি সুজুকি সুইফট ২০১৮-তে পুরনো সুইফটের আদল স্পষ্ট হলেও নতুন গাড়ি বলে চিনতে কোনও সমস্যা হয় না।
photos
TRENDING NOW
3/6
নতুন সুইফটে রয়েছে ঝকঝকে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া অত্যাধুনিক সব ফিচার রয়েছে এই গাড়িতে।
4/6
বলেনোর কাঠামোর ওপরেই সুইফটের নতুন ভার্সন ডিজাইন করেছে সুজুকি। ফলে নতুন সুইফট ১০ - ১৫ শতাংশ হালকা ও পুরনো সুইফটের থেকে বেশ কিছুটা শক্তপোক্ত।
5/6
প্রাথমিক ভাবে ১.২ লিটার পেট্রোল ও ১.৩ লিটার ডিজেল ভেরিয়্যান্টে মিললেও ডিজেল ইঞ্জিনের ক্ষমতা বাড়াতে পারে সুজুকি। সঙ্গে যোগ করতে পারে ১.৫ লিটার ডিজেল ভ্যারিয়েন্ট। এছাড়া ১ লিটার পেট্রোল ভেরিয়্যান্টও ভারতের বাজারে লঞ্চ করতে পারে সুজুকি।
6/6
অটো এক্সপোয় এই মডেল প্রকাশ্যে আনতে পারে সুজুকি। তখনই জানা যেতে পারে কবে লঞ্চ হবে এই মডেল।