শুধুমাত্র এই ফোনগুলিতেই রয়েছে অ্যান্ড্রয়েডের আপডেটেড প্রযুক্তি

Mar 11, 2018, 13:08 PM IST
1/15

android oreo update

 অ্যান্ড্রয়েড ওরিও গুগলের নতুন অপারেটিং সিস্টেম। গতবছর এই নতুন ব্যবস্থাটি আনে সংস্থা। যদিও এখনও পর্যন্ত মাত্র ১ শতাংশ বাজার দখলে আনতে পেরেছে ওরিও অপারেটিং সিস্টেম। তবে আপডেটের প্রক্রিয়া শুরু করেছে স্মার্টফোন সংস্থাগুলি। তাই নতুন ফোন কিনতে গেলে দেখে নিন কোন কোন স্মার্টফোনগুলিতে মিলছে ওরিও আপডেট।

অ্যান্ড্রয়েড ওরিও গুগলের নতুন অপারেটিং সিস্টেম। গতবছর এই নতুন ব্যবস্থাটি আনে সংস্থা। যদিও এখনও পর্যন্ত মাত্র ১ শতাংশ বাজার দখলে আনতে পেরেছে ওরিও অপারেটিং সিস্টেম। তবে আপডেটের প্রক্রিয়া শুরু করেছে স্মার্টফোন সংস্থাগুলি। তাই নতুন ফোন কিনতে গেলে দেখে নিন কোন কোন স্মার্টফোনগুলিতে মিলছে ওরিও আপডেট।  

2/15

Google Pixel XL

গুগল পিক্সেলের সবকটি ফোনেই মিলছে ওরিও আপডেট।

গুগল পিক্সেলের সবকটি ফোনেই মিলছে ওরিও আপডেট। Google Pixel 2- গুগল পিক্সেল টু-তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। ধুলোবালি ও জলে ক্ষতিগ্রস্ত হবে না ফোন। দাম মাত্র ৪৮,৯৪০ টাকা। এছাড়াও Google Pixel 2 XL, Google Pixel 2 XL ও Google Pixel XL স্মার্টফোনে চলছে ওরিও অপারেটিং সিস্টেমে।

3/15

Samsung Galaxy S8

স্যামসাং গ্যালাক্সি এস এইট চলে ওরিও অপারেটিং ব্যবস্থায়। ফোনটি চলে সংস্থার নিজস্ব এস্কিনোস প্রসেসরে। ফোনে রয়েছে ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ। মেমারি কার্ড লাগিয়ে স্টোরেজ বাড়ানো যায়।

স্যামসাং গ্যালাক্সি এস এইট চলে ওরিও অপারেটিং ব্যবস্থায়। ফোনটি চলে সংস্থার নিজস্ব এস্কিনোস প্রসেসরে। ফোনে রয়েছে ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ। মেমারি কার্ড লাগিয়ে স্টোরেজ বাড়ানো যায়।   

4/15

Infinix Note 4

বাজেট স্মার্টফোন ইনফিনিক্স নোট ফোরে মিলছে ওরিও আপডেট। অক্টাকোর মিডিয়া টেক প্রসেসর রয়েছে ফোনে। ৫.৭ ইঞ্চির এই ফোনে প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ফোনে ৩ জিবি RAM ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।

বাজেট স্মার্টফোন ইনফিনিক্স নোট ফোরে মিলছে ওরিও আপডেট। অক্টাকোর মিডিয়া টেক প্রসেসর রয়েছে ফোনে। ৫.৭ ইঞ্চির এই ফোনে প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ফোনে ৩ জিবি RAM ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। 

5/15

HTC U11

গতবছর জুনে এইটিসি ইউ ইলেভেন ফোনটি বাজারে আসে। এই ফোনে ওরিও আপেডট করা যাচ্ছে। স্মার্টফোনের প্রধান আকর্ষণ, এতে রয়েছে আটটি সেন্সর। ফোন চলে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে।

গতবছর জুনে এইটিসি ইউ ইলেভেন ফোনটি বাজারে আসে। এই ফোনে ওরিও আপেডট করা যাচ্ছে। স্মার্টফোনের প্রধান আকর্ষণ, এতে রয়েছে আটটি সেন্সর। ফোন চলে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে।

6/15

htc 10

২০১৬ সালের এপ্রিলের লঞ্চ করে এইচটিসি টেন। গতবছর ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড নুগায় আপডেট হয়েছিল ফোনটি। এবার ওরিও-তে আপডেট করার ব্যবস্থা করছে সংস্থাটি। ফোনে রয়েছে ৫.২ ইঞ্চি কিউএইচডি সুপার ডিসপ্লে। রিয়ারে রয়েছে ১২ মেগাপিক্সেল আলট্রা ক্যামেরা। সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামরা।

২০১৬ সালের এপ্রিলের লঞ্চ করে এইচটিসি টেন। গতবছর ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড নুগায় আপডেট হয়েছিল ফোনটি। এবার ওরিও-তে আপডেট করার ব্যবস্থা করছে সংস্থাটি। ফোনে রয়েছে ৫.২ ইঞ্চি কিউএইচডি সুপার ডিসপ্লে। রিয়ারে রয়েছে ১২ মেগাপিক্সেল আলট্রা ক্যামেরা। সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামরা।

7/15

nokia 5

নোকিয়া ফাইভ ফোনে রয়েছে ৫.২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। ২ জিবি RAM ও ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। রয়েছে রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

নোকিয়া ফাইভ ফোনে রয়েছে ৫.২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। ২ জিবি RAM ও ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। রয়েছে রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। 

8/15

nokia 6

গতবছর জুনে আসে এই বাজেট স্মার্টফোনটি। অ্যান্ড্রয়েড ওরিও আপডেট রয়েছে ফোনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর রয়েছে ফোনে। রয়েছে ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারন্যাল মেমারি।

গতবছর জুনে আসে এই বাজেট স্মার্টফোনটি। অ্যান্ড্রয়েড ওরিও আপডেট রয়েছে ফোনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর রয়েছে ফোনে। রয়েছে ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারন্যাল মেমারি। 

9/15

honor 9

২০১৮ সালে প্রথম এই স্মার্টফোনটি বাজারে এনেছে হুয়েই। দাম ১০, ৯৯৯। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও-র আপডেটেড ভার্সন। এত কম দামে মিলছে সামনে ও পিছনে ডুয়েল ক্যামেরা- ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল। ৫.৬৫ ইঞ্চি ফোনটি চলে কিরিন প্রসেসরে।

২০১৮ সালে প্রথম এই স্মার্টফোনটি বাজারে এনেছে হুয়েই। দাম ১০, ৯৯৯। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও-র আপডেটেড ভার্সন। এত কম দামে মিলছে সামনে ও পিছনে ডুয়েল ক্যামেরা- ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল। ৫.৬৫ ইঞ্চি ফোনটি চলে কিরিন প্রসেসরে। 

10/15

sony

২০১৬ সালে ফোনটি এসেছিল বাজারে। গতবছরই এই ফোনে ওরিও আপডেট করা হয়েছে। ফোনের প্রধান আকর্ষণ ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার মধ্যে রয়েছে হাইব্রিড এএফ প্রেডিক্টিভ সেন্সর ও লেসার অটোফোকাস। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর রয়েছে ফোনে।

২০১৬ সালে ফোনটি এসেছিল বাজারে। গতবছরই এই ফোনে ওরিও আপডেট করা হয়েছে। ফোনের প্রধান আকর্ষণ ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার মধ্যে রয়েছে হাইব্রিড এএফ প্রেডিক্টিভ সেন্সর ও লেসার অটোফোকাস। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর রয়েছে ফোনে। 

11/15

moto

গতবছর নভেম্বরে ফোনটি বাজারে আসে। এই ফোনে অ্যান্ড্রয়েড রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর।  দাম পড়ছে ২০,৯৯৯। ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। ২ মেগাপিক্সেল  সেন্সর অটোফোকাস ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, সঙ্গে ১২০ ডিগ্রি দৃশ্যমানতা। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

গতবছর নভেম্বরে ফোনটি বাজারে আসে। এই ফোনে অ্যান্ড্রয়েড রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর।  দাম পড়ছে ২০,৯৯৯। ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। ২ মেগাপিক্সেল  সেন্সর অটোফোকাস ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, সঙ্গে ১২০ ডিগ্রি দৃশ্যমানতা। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

12/15

xiaomi

শাওমি এমআই এ১ ফোনে ওরিও আপডেট করা যাচ্ছে। ফোনটি ৫.৫ ইঞ্চি। রয়েছে ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬২৫ প্রসেসর রয়েছে এই ফোনে। দাম মাত্র ১৩,৯৯৯ টাকা।

শাওমি এমআই এ১ ফোনে ওরিও আপডেট করা যাচ্ছে। ফোনটি ৫.৫ ইঞ্চি। রয়েছে ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬২৫ প্রসেসর রয়েছে এই ফোনে। দাম মাত্র ১৩,৯৯৯ টাকা।

13/15

honor

গতবছর জুনে অনর এইট প্রো স্মার্টফোন বাজাপে আসে। ওরিও আপডেট করতে পারবেন ফোনে। প্রসেসরটি রয়েছে সংস্থার নিজস্ব Kirin 960। রয়েছে ৬জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

গতবছর জুনে অনর এইট প্রো স্মার্টফোন বাজাপে আসে। ওরিও আপডেট করতে পারবেন ফোনে। প্রসেসরটি রয়েছে সংস্থার নিজস্ব Kirin 960। রয়েছে ৬জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। 

14/15

lg

২০১৫ সালে বাজারে এসেছিল নেক্সাস ফাইভ এক্স। এই ফোনে ওরিও আপডেট পাওয়া যাবে। গুগলের এই স্মার্টফোনের উত্পাদক এলজি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসর রয়েছে ফোনে। সঙ্গে ২ জিবি RAM ও ৩২ জিবি ইন্টারনাল মেমারি। ফোনের ডিসপ্লে ৫.২ ইঞ্চি।

২০১৫ সালে বাজারে এসেছিল নেক্সাস ফাইভ এক্স। এই ফোনে ওরিও আপডেট পাওয়া যাবে। গুগলের এই স্মার্টফোনের উত্পাদক এলজি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসর রয়েছে ফোনে। সঙ্গে ২ জিবি RAM ও ৩২ জিবি ইন্টারনাল মেমারি। ফোনের ডিসপ্লে ৫.২ ইঞ্চি। 

15/15

হুয়েই

স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও ওপারেটিং সিস্টেম। সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর ও ৩ জিবি RAM। পিছনের ক্যামেরা ১২ মেগাপিক্সেল। সামনের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও ওপারেটিং সিস্টেম। সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর ও ৩ জিবি RAM। পিছনের ক্যামেরা ১২ মেগাপিক্সেল। সামনের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।