1/15
android oreo update
![android oreo update অ্যান্ড্রয়েড ওরিও গুগলের নতুন অপারেটিং সিস্টেম। গতবছর এই নতুন ব্যবস্থাটি আনে সংস্থা। যদিও এখনও পর্যন্ত মাত্র ১ শতাংশ বাজার দখলে আনতে পেরেছে ওরিও অপারেটিং সিস্টেম। তবে আপডেটের প্রক্রিয়া শুরু করেছে স্মার্টফোন সংস্থাগুলি। তাই নতুন ফোন কিনতে গেলে দেখে নিন কোন কোন স্মার্টফোনগুলিতে মিলছে ওরিও আপডেট।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112471-androidoreo.jpg)
2/15
Google Pixel XL
![Google Pixel XL গুগল পিক্সেলের সবকটি ফোনেই মিলছে ওরিও আপডেট।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112470-pixel.jpg)
photos
TRENDING NOW
3/15
Samsung Galaxy S8
![Samsung Galaxy S8 স্যামসাং গ্যালাক্সি এস এইট চলে ওরিও অপারেটিং ব্যবস্থায়। ফোনটি চলে সংস্থার নিজস্ব এস্কিনোস প্রসেসরে। ফোনে রয়েছে ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ। মেমারি কার্ড লাগিয়ে স্টোরেজ বাড়ানো যায়।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112469-samsung-galaxy-s8.jpg)
4/15
Infinix Note 4
![Infinix Note 4 বাজেট স্মার্টফোন ইনফিনিক্স নোট ফোরে মিলছে ওরিও আপডেট। অক্টাকোর মিডিয়া টেক প্রসেসর রয়েছে ফোনে। ৫.৭ ইঞ্চির এই ফোনে প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও সামনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ফোনে ৩ জিবি RAM ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112468-infinix-note-4.jpg)
5/15
HTC U11
![HTC U11 গতবছর জুনে এইটিসি ইউ ইলেভেন ফোনটি বাজারে আসে। এই ফোনে ওরিও আপেডট করা যাচ্ছে। স্মার্টফোনের প্রধান আকর্ষণ, এতে রয়েছে আটটি সেন্সর। ফোন চলে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112467-htc-u11.jpg)
6/15
htc 10
![htc 10 ২০১৬ সালের এপ্রিলের লঞ্চ করে এইচটিসি টেন। গতবছর ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড নুগায় আপডেট হয়েছিল ফোনটি। এবার ওরিও-তে আপডেট করার ব্যবস্থা করছে সংস্থাটি। ফোনে রয়েছে ৫.২ ইঞ্চি কিউএইচডি সুপার ডিসপ্লে। রিয়ারে রয়েছে ১২ মেগাপিক্সেল আলট্রা ক্যামেরা। সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামরা।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112466-htc-10.jpg)
7/15
nokia 5
![nokia 5 নোকিয়া ফাইভ ফোনে রয়েছে ৫.২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। ২ জিবি RAM ও ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। রয়েছে রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112465-nokia5.jpg)
8/15
nokia 6
![nokia 6 গতবছর জুনে আসে এই বাজেট স্মার্টফোনটি। অ্যান্ড্রয়েড ওরিও আপডেট রয়েছে ফোনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর রয়েছে ফোনে। রয়েছে ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারন্যাল মেমারি।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112464-nokia-6.jpg)
9/15
honor 9
![honor 9 ২০১৮ সালে প্রথম এই স্মার্টফোনটি বাজারে এনেছে হুয়েই। দাম ১০, ৯৯৯। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও-র আপডেটেড ভার্সন। এত কম দামে মিলছে সামনে ও পিছনে ডুয়েল ক্যামেরা- ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল। ৫.৬৫ ইঞ্চি ফোনটি চলে কিরিন প্রসেসরে।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112463-honor-9.jpg)
10/15
sony
![sony ২০১৬ সালে ফোনটি এসেছিল বাজারে। গতবছরই এই ফোনে ওরিও আপডেট করা হয়েছে। ফোনের প্রধান আকর্ষণ ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার মধ্যে রয়েছে হাইব্রিড এএফ প্রেডিক্টিভ সেন্সর ও লেসার অটোফোকাস। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর রয়েছে ফোনে।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112462-sony-xperia-n.jpg)
11/15
moto
![moto গতবছর নভেম্বরে ফোনটি বাজারে আসে। এই ফোনে অ্যান্ড্রয়েড রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর। দাম পড়ছে ২০,৯৯৯। ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। ২ মেগাপিক্সেল সেন্সর অটোফোকাস ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, সঙ্গে ১২০ ডিগ্রি দৃশ্যমানতা। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112461-motolaunch.jpg)
গতবছর নভেম্বরে ফোনটি বাজারে আসে। এই ফোনে অ্যান্ড্রয়েড রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর। দাম পড়ছে ২০,৯৯৯। ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। ২ মেগাপিক্সেল সেন্সর অটোফোকাস ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, সঙ্গে ১২০ ডিগ্রি দৃশ্যমানতা। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
12/15
xiaomi
![xiaomi শাওমি এমআই এ১ ফোনে ওরিও আপডেট করা যাচ্ছে। ফোনটি ৫.৫ ইঞ্চি। রয়েছে ৪ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬২৫ প্রসেসর রয়েছে এই ফোনে। দাম মাত্র ১৩,৯৯৯ টাকা।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112460-xiaomimia1.jpg)
13/15
honor
![honor গতবছর জুনে অনর এইট প্রো স্মার্টফোন বাজাপে আসে। ওরিও আপডেট করতে পারবেন ফোনে। প্রসেসরটি রয়েছে সংস্থার নিজস্ব Kirin 960। রয়েছে ৬জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112459-honor8pro.jpg)
14/15
lg
![lg ২০১৫ সালে বাজারে এসেছিল নেক্সাস ফাইভ এক্স। এই ফোনে ওরিও আপডেট পাওয়া যাবে। গুগলের এই স্মার্টফোনের উত্পাদক এলজি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসর রয়েছে ফোনে। সঙ্গে ২ জিবি RAM ও ৩২ জিবি ইন্টারনাল মেমারি। ফোনের ডিসপ্লে ৫.২ ইঞ্চি।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112458-nexus5x.jpg)
15/15
হুয়েই
![হুয়েই স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও ওপারেটিং সিস্টেম। সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর ও ৩ জিবি RAM। পিছনের ক্যামেরা ১২ মেগাপিক্সেল। সামনের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/03/11/112457-huwei.jpg)
photos