নীরব-মালিয়া-চোকসিদের দেশছাড়ার পিছনে তিনিই, মেনে নিলেন মোদী!

Jan 02, 2019, 22:37 PM IST
1/5

নীরব মোদী, মেহুল চোকসি ও বিজয় মালিয়া ফেরার হওয়ার পর মোদী সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী নেতানেত্রীরা। আর সেটা তাঁর একটি পদক্ষেপের কারণে বলে দাবি করলেন নরেন্দ্র মোদী। 

2/5

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্কারে নোটবন্দির সাফল্য নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''প্রথম বছরে জরিমানা দিয়ে ব্যাঙ্কে আয় বর্হিভূক্ত টাকা জমা করানোর কথা ঘোষণা করেছিল সরকার। কিন্তু যাঁরা সেটা করেননি, নোট বাতিলের জেরে লোকসানের মুখে পড়েন তাঁরা''।      

3/5

নোটবন্দির জেরে অর্থব্যবস্থায় প্রভাব পড়েছিল, তা মেনে নেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, নোটবন্দির কাছে দেশের অর্থনীতি স্লথ হয়েছিল, তবে এখন সব ঠিক আছে। নোটবন্দির পর করদাতাদের সংখ্যা আশ্চর্যজনকভাবে বেড়েছে। উত্সাহ পেয়েছে ডিজিটাল অর্থনীতি।  

4/5

এরপরই প্রধানমন্ত্রী বলেন, নোটবন্দির সিদ্ধান্তের পরই নীরব মোদী, মেহুল চোকসি ও মালিয়াদের মনে ভয় বাসা বেঁধেছিল। তারপরই দেশ ছেড়ে পালাতে হয় ওদের। 

5/5

নীরব, মেহুলদের ফিরিয়ে আনতে পদক্ষেপ করা হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর। দেশে ফিরিয়ে বিচারের প্রতিশ্রুতিও দেন মোদী।