মাছ ভেবে ভুল, স্কুলের সামনে নালায় উদ্ধার আস্ত অজগর!

Oct 06, 2018, 14:50 PM IST
1/5

জলপাইগুড়ির মালবাজারে স্কুলের সামনে থেকে উদ্ধার হল আস্ত অজগর।

2/5

মালবাজার মহকুমার ডনবস্ক স্কুলের সামনে একটি নালাতে মাছ ধরছিলেন কয়েকজন।

3/5

সেইসময়ই নালার জলে চোখে পড়ে অজগর সাপটিকে।

4/5

অনেকে ভেবেছিলেন মাছ নড়ছে চড়ছে। মাছ ভেবে হাতে তুলতে গিয়েই তারা দেখেন সেটি আসলে অজগর!

5/5

অজগর দেখে ভয়ে পালিয়ে যায় সবাই। পরে রাজা আলি ও পুটু ঘোষ নামে স্থানীয় ২ যুবক অজগরটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। বন দফতরের হাতে তুলে দেওয়া সাপটিকে।