ট্রেনে আচমকাই পিরিয়ড মহিলার, বন্ধুর টুইট দেখে স্যানিটারি ন্যাপকিন পাঠাল রেল
Jan 17, 2019, 13:57 PM IST
1/7
যাত্রীদের সুবিধা ও সুরক্ষায় জোর দিয়েছে রেলওয়ে। 'ডিজিটাল ইন্ডিয়া'য় রেলওয়ে, এমনকি রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে টুইট করেও পরিষেবা পেয়েছেন যাত্রীরা।
2/7
অতিসম্প্রতি চলন্ত ট্রেনে ঋতুস্রাব শুরু হয়ে যায় এক মহিলার। তখন তাঁর কাছে স্যানিটারি প্যাড ছিল না। ফলে সমস্যা পড়েন ওই মহিলা। কিন্তু তাঁর বন্ধুর আবেদনে স্যানিটারি প্যাডের ব্যবস্থা করে দেয় রেলওয়ে।
photos
TRENDING NOW
3/7
কর্ণাটকের বিশাল খানাপুরে নিজের বন্ধুর সঙ্গে বেঙ্গালুরু থেকে হোসপেটে যাচ্ছিলেন। সফরের মাঝেই তাঁর মহিলা বন্ধুর আচমকা পিরিয়ড শুরু হয়ে যায়।
4/7
বন্ধুর কষ্ট দেখতে না পেয়ে তত্ক্ষণাত্ ভারতীয় রেলওয়ে ও রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে টুইট করেন বিশাল।
5/7
সঙ্গে সঙ্গে বিশালের কাছ থেকে চাওয়া হয় পিএনআর নম্বর। বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে দেখতে বলা হয়।
6/7
বিশাল জানিয়েছেন, রাত ১১টা নাগাদ রেলের আধিকারিকরা তাঁর বন্ধুর কাছে পৌঁছে যান। তাঁর সঙ্গে কথা বলেন। এরপর আরসিকেরে স্টেশনে ট্রেন পৌঁছনোর পর মেডিক্যাল সরঞ্জাম নিয়ে তৈরি ছিলেন রেলের আধিকারিকরা। রেলের এমন পরিষেবা থেকে বিস্মিত হয়েছে বলে জানিয়েছেন বিশাল।
7/7
প্রসঙ্গত, দেশের ২০০টি স্টেশনে স্যানিটারি ন্যাপকিনের মেশিন বসানোর ব্যবস্থা করেছে রেল। আর এই পরিষেবা চালু হতে চলেছে আগামী মার্চে।