যাত্রীদের মানসিকতায় নাকাল রেল, তেজস ও শতাব্দী থেকে সরতে চলেছে এলসিডি স্ক্রিন
Mar 15, 2018, 15:04 PM IST
1/8
shata tejas
যাত্রীদের একাংশের মানসিকতায় বদল হল না, আর তার খেসারত দিতে হল অন্যান্য যাত্রীদের।
2/8
tejas remove
তেজস ও শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেন থেকে এবার এলসিডি স্ক্রিন সরিয়ে নিতে চলেছে ভারতীয় রেল। বর্তমানে আসনের সামনে ওই স্ক্রিনে বিনোদনমূলক অনুষ্ঠান দেখার সুযোগ পান যাত্রীরা।
photos
TRENDING NOW
3/8
Tejas 2017
২০১৭ সালের ২৪ মে যাত্রা শুরু করে তেজস এক্সপ্রেস।
4/8
facilities
স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ব্যবস্থা, সিসিটিভি ও এলসিডি স্ক্রিন নিয়ে যাত্রা শুরু করে অত্যাধুনিক এই প্রিমিয়াম ট্রেন।
5/8
first journey
তেজসের প্রথম যাত্রার পরই ট্রেনের বেহাল দশা চোখে পড়ে।
6/8
lcd broken
দেখা যায়, অধিকাংশ এলসিডি স্ক্রিন ভেঙে গেছে এবং বেশ কয়েকটি তো খুলেই নেওয়া হয়েছে! একই অবস্থা শতাব্দীরও।
7/8
new exp
ফলে, ভারতীয় রেলের যাত্রীদের নতুন অভিজ্ঞতা দিতে গিয়ে রীতিমত শিক্ষা হয়েছে রেলের।
8/8
lcd
এলসিডি স্ক্রিন সরানোর ভাবনাচিন্তা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তেজস ও শতাব্দীতে সম্ভবত আর এলসিডি স্ক্রিন রাখা হবে না।