সবার জন্য নিয়ম এক, ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

| Jan 19, 2019, 15:37 PM IST
1/6

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

তিনি রজার ফেডেরার। কিন্তু তাঁকেও নিয়মের জালে আটকাতে হল!

2/6

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

রজার ফেডেরারের জন্য নিয়ম আলাদা হবে না। স্পষ্ট বুঝিয়ে দিলেন নিরপত্তারক্ষী। 

3/6

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

২০টি গ্র্যান্ডস্লাম-এর মালিককে লকার রুমের বাইরে দাঁড় করিয়ে রাখলেন এক রক্ষী।

4/6

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

অস্ট্রেলিয়ান ওপেন-এর ঘটনা। লকার রুমের সামনে এলেন ফেডেরার। কিন্তু  নিরাপত্তারক্ষী তাঁকে ঢুকতে দিলেন না। ফেডেরারের গলায় অ্যাক্রেডিটেশন কার্ড ঝোলানো ছিল না। যার জন্য তাঁকে লকার রুমের বাইরে অপেক্ষা করালেন সেই নিরাপত্তারক্ষী। 

5/6

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

কিছুক্ষণ পর ফেডেরারের কোচ ইভান জুবিচিচ এসে সেই কার্ড দেখান নিরাপত্তারক্ষীকে। তার পর তিনি ফেডেরারকে লকার রুমে ঢুকতে দেন। 

6/6

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

ফেডেরারকে লকার রুমে ঢুকতে দিলেন না রক্ষী

এর আগেও অবশ্য অস্ট্রেলিয়ান ওপেনে এমন ঘটনার উদাহরণ রয়েছে। মারিয়া শারাপোভাকে করিডোরে আটকানো হয়েছিল। তাঁর গলায় পরিচয়পত্র ঝোলানো ছিল না বলে!