দিলীপ কুমার-রাজ কুমারের ছবির রিমেকে সলমন-শাহরুখ?

Nov 03, 2018, 23:35 PM IST
1/8

সল্লু-এসআরকে একফ্রেমে?

salman_8

জিরো ছবিতে একটি গানের দৃশ্যে অভিনয় করেছেন সলমন খান ও শাহরুখ খান। কিন্তু কর্ণ ও অর্জুন পূর্ণদৈর্ঘ্যের ছবিতে দেখতে আকুল ভক্তরা।   

2/8

সল্লু-এসআরকে একফ্রেমে?

salman_7

শোনা যাচ্ছে, দুই খানের ভক্তদের আশা মিটতে চলেছে। আর সেটা হতে চলেছে সঞ্জয়লীলা বনশালির আগামী ছবিতে। 

3/8

সল্লু-এসআরকে একফ্রেমে?

salman_6

বিশাল সেটে ছন্দ রচনা করেন বনশালি। তাঁর শেষ দুটি ছবি বাজিরাও ও পদ্মাবত বড় হিট।   

4/8

সল্লু-এসআরকে একফ্রেমে?

salman_5

এবার সলমন ও শাহরুখকে মাথায় রেখে চিত্রনাট্য তৈরি করছেন বনশালি। চূড়ান্ত হয়ে গেলেই দুই খানের কাছে যাবেন পরিচালক। 

5/8

সল্লু-এসআরকে একফ্রেমে?

salman_4

শোনা যাচ্ছে, ১৯৯১ সালে দিলীপ কুমার ও রাজ কুমারের সওদাগর ছবিটি রিমেক করতে চলেছন বনশালি। সওদাগর ছবিতে দুই বন্ধুর সম্পর্ক গড়ায় শত্রুতায়। 

6/8

সল্লু-এসআরকে একফ্রেমে?

salman_3

সম্প্রতি, সলমনের টিউবলাইট ছবিতে ক্যামিও করেছিলেন শাহরুখ খান। জিরো আবার একটা গানেই রয়েছেন সলমন খান।

7/8

সল্লু-এসআরকে একফ্রেমে?

salman_2

শোনা যাচ্ছে, ২০১৯ সালের মাঝের দিকে শুরু হতে পারে শ্যুটিং। আপাতত অপেক্ষা। 

8/8

সল্লু-এসআরকে একফ্রেমে?

salman_1

বলে রাখি, কর্ণ-অর্জুন (১৯৯৬), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) ও হাম তুমহারে হ্যায় সনম (২০০২) ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দুই সুপারস্টারকে। তার দুই সুপারস্টারের মুখ দেখাদেখিও বন্ধ ছিল।