উদ্বোধনের আগে শহরের প্রথম ঝুলন্ত রেস্তোরাঁর অন্দরের ছবি দেখে নিন

Nov 15, 2018, 23:34 PM IST
1/11

ঝুলন্ত রেস্তোরাঁ

res_11

কমলিকা সেনগুপ্ত: আর কয়েকদিন বাদে জনসাধারণের জন্য খুলে যেতে চলেছে রাজ্যের প্রথম ঝুলন্ত রেস্তোরাঁ।

2/11

ঝুলন্ত রেস্তোরাঁ

res_10

নিউটাউনের রবীন্দ্র তীর্থের কাছে বৃত্তকার এই রেস্তোরাঁটির উচ্চতা ৫৫মিটার। ২০০ মিটার গোলাকার এলাকাজুড়ে রয়েছে রেস্তোরাঁটি। 

3/11

ঝুলন্ত রেস্তোরাঁ

res_9

সকাল থেকে সন্ধে পর্যন্ত খোলা থাকবে। 

4/11

ঝুলন্ত রেস্তোরাঁ

res_8

আইআইটি কানপুর ও রাইটসের থেকে মিলেছে প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র। বিধ্বংসী ঝড়েও কাঠামোর কোনও ক্ষতি হবে না। 

5/11

ঝুলন্ত রেস্তোরাঁ

res_7

রেস্তোরাঁর ভিতরে চা-কফি খেতে খেতে বিন্দাস আড্ডা মারতে পারবেন শহরবাসী। 

6/11

ঝুলন্ত রেস্তোরাঁ

res_6

দেড়শো থেকে দুশোজনই বসতে পারবেন রেস্তোরাঁয়। তার বেশি বসলে বেজে উঠবে নিরাপত্তা ঘণ্টা।    

7/11

ঝুলন্ত রেস্তোরাঁ

res_5

ভিতরে থাকছে বাংলার মনীষীদের ছবি। ঝাঁ চকচকে ফ্লোর। 

8/11

ঝুলন্ত রেস্তোরাঁ

res_4

ঝুলন্ত রেস্তোরাঁ থেকে গোটা নিউটাউনকে দেখা যাবে।    

9/11

ঝুলন্ত রেস্তোরাঁ

res_3

ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে টিকিট কাউন্টার। 

10/11

ঝুলন্ত রেস্তোরাঁ

res_2

পার্কিং লটে থাকতে পারে ৬০টি গাড়ি। 

11/11

ঝুলন্ত রেস্তোরাঁ

res_1

এখনও লিফটের কাছে আচ্ছাদন তৈরির কাজ বাকি। সেটি সম্পূর্ণ করতে আরও কয়েকটা দিন দরকার।