শতাব্দী এক্সপ্রেসের বদলে আসছে 'ট্রেন ১৮'

Mar 29, 2018, 19:14 PM IST
1/10

মোদীর জমানায় যাত্রা শেষ হচ্ছেন শতাব্দী এক্সপ্রেসের। শতাব্দীর জায়গায় চালানো হবে মেক ইন ইন্ডিয়ায় তৈরি সেমি-হাইস্পিড ট্রেন। নতুন ট্রেনের নাম 'ট্রেন ১৮'।

মোদীর জমানায় যাত্রা শেষ হচ্ছেন শতাব্দী এক্সপ্রেসের। শতাব্দীর জায়গায় চালানো হবে 'মেক ইন ইন্ডিয়া'য় তৈরি সেমি-হাইস্পিড ট্রেন। নতুন ট্রেনের কোড নাম 'ট্রেন ১৮'।   

2/10

chennai icf

চেন্নাইয়ের কোচ নির্মাণ কারখানায় তৈরি হয়েছে এই আধুনিক ট্রেন।

চেন্নাইয়ের কোচ নির্মাণ কারখানায় তৈরি হয়েছে এই আধুনিক ট্রেন। নরেন্দ্র মোদীর স্বপ্নের 'মেক ইন ইন্ডিয়া'র উদ্যোগে তৈরি হচ্ছে গোটা ট্রেন।

3/10

june train 18

জানা গিয়েছে, চলতিবছরের জুন থেকে যাত্রা শুরু করতে চলেছে 'ট্রেন ১৮'।

জানা গিয়েছে, চলতিবছরের জুন থেকে যাত্রা শুরু করতে চলেছে 'ট্রেন ১৮'। 

4/10

semi high

সেমি-হাইস্পিড এই ট্রেন ছুটবে প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে। ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পরীক্ষামূলকভাবে চালানো হবে।

সেমি-হাইস্পিড এই ট্রেন ছুটবে প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে। ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পরীক্ষামূলকভাবে চালানো হবে।    

5/10

16 chair car

প্রথম সেটে থাকছে এক্সিকিউটিভ ও নন-এক্সকিউটিভ মিলিয়ে।  ১৬টি চেয়ার-কার কোচ। এক্সিকিউটিভ চেয়ারে বসতে পারবেন সর্বোচ্চ ৫৬ জন যাত্রী। ৭৮ জন যাত্রী বসতে পারবেন নন-এক্সিকিউটিভ শ্রেণিতে।

প্রথম সেটে থাকছে এক্সিকিউটিভ ও নন-এক্সকিউটিভ মিলিয়ে ১৬টি চেয়ার-কার কোচ। এক্সিকিউটিভ চেয়ারে বসতে পারবেন সর্বোচ্চ ৫৬ জন যাত্রী। ৭৮ জন যাত্রী বসতে পারবেন নন-এক্সিকিউটিভ শ্রেণিতে। 

6/10

steel body

ট্রেনের কাঠামো স্টিলের। আন্তর্জাতিকমানের ব্যবস্থা রয়েছে এই ট্রেনে।

ট্রেনের কাঠামো স্টিলের। আন্তর্জাতিকমানের ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। 

7/10

sliding door

স্বয়ংক্রিয় দরজা রয়েছে ট্রেনে। ঠিক মেট্রোর মতো স্টেশন এলেই খুলে যাবে দরজা।

স্বয়ংক্রিয় দরজা রয়েছে ট্রেনে। ঠিক মেট্রোর মতো স্টেশন এলেই খুলে যাবে দরজা। 

8/10

ac seats

শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে আরামপ্রদ আসন, রঙিন অন্দরসজ্জা মন কাড়বে যাত্রীদের।

শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে আরামপ্রদ আসন, রঙিন অন্দরসজ্জা মন কাড়বে যাত্রীদের। 

9/10

bio

বায়ো-টয়লেট রয়েছে ট্রেনে। টাচ ফ্রি বাথরুম ফিটিং। লাগেজ রাখার বড় জায়গা। একটি কোচের সঙ্গে অন্য কোচ যুক্ত। হুইল চেয়ার রাখারও জায়গা রয়েছে কোচে।

বায়ো-টয়লেট রয়েছে ট্রেনে। টাচ ফ্রি বাথরুম ফিটিং। লাগেজ রাখার বড় জায়গা। একটি কোচের সঙ্গে অন্য কোচ যুক্ত। হুইল চেয়ার রাখারও জায়গা রয়েছে কোচে। 

10/10

TIME CONSUME

শুধু বাইরের চমকই নয়, বরং আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ট্রেনে। তার ফলে কমে যাবে যাত্রার সময়।

শুধু বাইরের চমকই নয়, বরং আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ট্রেনে। তার ফলে কমে যাবে যাত্রার সময়।