মোদীর জমানায় যাত্রা শেষ হচ্ছেন শতাব্দী এক্সপ্রেসের। শতাব্দীর জায়গায় চালানো হবে 'মেক ইন ইন্ডিয়া'য় তৈরি সেমি-হাইস্পিড ট্রেন। নতুন ট্রেনের কোড নাম 'ট্রেন ১৮'।
2/10
chennai icf
চেন্নাইয়ের কোচ নির্মাণ কারখানায় তৈরি হয়েছে এই আধুনিক ট্রেন। নরেন্দ্র মোদীর স্বপ্নের 'মেক ইন ইন্ডিয়া'র উদ্যোগে তৈরি হচ্ছে গোটা ট্রেন।
photos
TRENDING NOW
3/10
june train 18
জানা গিয়েছে, চলতিবছরের জুন থেকে যাত্রা শুরু করতে চলেছে 'ট্রেন ১৮'।
4/10
semi high
সেমি-হাইস্পিড এই ট্রেন ছুটবে প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে। ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পরীক্ষামূলকভাবে চালানো হবে।
5/10
16 chair car
প্রথম সেটে থাকছে এক্সিকিউটিভ ও নন-এক্সকিউটিভ মিলিয়ে ১৬টি চেয়ার-কার কোচ। এক্সিকিউটিভ চেয়ারে বসতে পারবেন সর্বোচ্চ ৫৬ জন যাত্রী। ৭৮ জন যাত্রী বসতে পারবেন নন-এক্সিকিউটিভ শ্রেণিতে।
6/10
steel body
ট্রেনের কাঠামো স্টিলের। আন্তর্জাতিকমানের ব্যবস্থা রয়েছে এই ট্রেনে।
7/10
sliding door
স্বয়ংক্রিয় দরজা রয়েছে ট্রেনে। ঠিক মেট্রোর মতো স্টেশন এলেই খুলে যাবে দরজা।
8/10
ac seats
শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থেকে আরামপ্রদ আসন, রঙিন অন্দরসজ্জা মন কাড়বে যাত্রীদের।
9/10
bio
বায়ো-টয়লেট রয়েছে ট্রেনে। টাচ ফ্রি বাথরুম ফিটিং। লাগেজ রাখার বড় জায়গা। একটি কোচের সঙ্গে অন্য কোচ যুক্ত। হুইল চেয়ার রাখারও জায়গা রয়েছে কোচে।
10/10
TIME CONSUME
শুধু বাইরের চমকই নয়, বরং আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ট্রেনে। তার ফলে কমে যাবে যাত্রার সময়।