লোকসভা ভোটের আগে গা ঝাড়া দিল সিঙ্গুর, হাইকোর্টে মামলা চাষিদের

Jan 11, 2019, 23:03 PM IST
1/6

লোকসভা ভোটের ঠিক আগে গা ঝাড়া দিয়ে উঠল সিঙ্গুর। ফিরে এল আদালতের কাঠগড়ায়। হাইকোর্টে নতুন করে দায়ের হল সিঙ্গুর জমি মামলা।  

2/6

সুপ্রিম কোর্টের রায়ে সিঙ্গুরের জমি ফেরত পেয়েছে রাজ্য সরকার। টাটাদের নির্মাণ ভেঙে জমি চাষযোগ্য করে চাষিদের হাতে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

3/6

কিন্তু, সিঙ্গুরের চাষিদের বক্তব্য, জমি চাষযোগ্য করে ফেরত দিতে হবে। যতদিন না তা হচ্ছে, ততদিন ক্ষতিপূরণ দেওয়া হোক। এই আবেদন নিয়েই আদালতের শরণাপন্ন হয়েছেন জমিদাতারা। তাঁদের প্রশ্ন, কেন প্রতি মাসে দুটাকা কেজি গরে চাল ও প্রতি মাসে ২ হাজার টাকা পাওয়া যাবে না।      

4/6

এতদিন পর কেন মামলা দায়ের, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। আগামী ১ ফেব্রুয়ারি মামলার শুনানি।  

5/6

২০১৬ সালে সিঙ্গুরের জমি টাটাদের ফিরিয়ে দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একইসঙ্গে রাজ্য সরকারকে জমি চাষযোগ্য করার নির্দেশও দেয় বেঞ্চ।

6/6

রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জোর করে জমি অধিগ্রহণে সায় নেই তাঁর। এরপর সিঙ্গুরের জমিতে টাটাদের অর্ধসমাপ্ত নির্মাণ গুঁড়িয়ে জমিকে চাষযোগ্য করার প্রক্রিয়া শুরু হয়। চাষিদের জমি ফিরিয়েও দেয় রাজ্য সরকার।