রাজ্যের প্রতিটি জেলায় মদের দোকান খুলছে সরকার

Oct 06, 2018, 22:43 PM IST
1/6

মদ বেচবে সরকার

liq_6

এবার নিজস্ব মদের দোকান খুলতে চলেছে রাজ্য সরকার। ঋণের ভারে জর্জরিত রাজ্যের আয় বাড়াতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 

2/6

মদ বেচবে সরকার

liq_5

শনিবারই এব্যাপারে নির্দেশিকা জারি করেছে নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন মদের দোকান খুলবে। 

3/6

মদ বেচবে সরকার

liq_4

ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশনের আওতাতেই প্রদান করা হবে লাইসেন্স।

4/6

মদ বেচবে সরকার

liq_3

প্রাথমিকভাবে রাজ্যের প্রতিটি জেলায় একটি করে সরকারি মদের দোকান খুলবে রাজ্য সরকার। 

5/6

মদ বেচবে সরকার

liq_2

গতবছর মদ বিক্রি থেকে রাজস্থ এসেছিল প্রায় ৭,৮০০ কোটি টাকা। ফলে সরকারের ঘরে সরাসরি লভ্যাংশ আসলে রাজ্যের আর্থিক হাল ফিরতে পারে বলে মনে করছে নবান্ন। 

6/6

মদ বেচবে সরকার

liq_1

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অবশ্য অনেকেই প্রশ্ন তুলেছেন। বলে রাখি, পাশের রাজ্য বিহারে মদ বিক্রি নিষিদ্ধ করেছেন নীতীশ কুমার। গুজরাটে বহু আগে থেকেই নিষিদ্ধ অ্যালকোহল বিক্রি।