তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কত্ব করতে চলেছে ৭ বছরের এই খুদে
Dec 23, 2018, 23:25 PM IST
1/7
অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ এখন ১-১। কিন্তু দুই দলের অধিনায়কের কাছ থেকে যাবতীয় আলো কেড়ে নিল সাত বছরের এক বালক।
2/7
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ১৫ জনের দলে সামিল করা হয়েছে সাত বছরের আর্চি শিলর। শুধু তাই নয়, দলের সহ-অধিনায়কও হয়েছেন এই সাত বছরের ক্রিকেটার।
photos
TRENDING NOW
3/7
শেন ওয়ার্ন দেখে ক্রিকেটে মন মজেছে আর্চি শিলরের। নিজেও লেগ স্পিনার। তাঁর একটাই স্বপ্ন অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়কত্ব করবেন। হৃদযন্ত্রের গুরুতর অসুখে আক্রান্ত শিলরের স্বপ্ন পূরণ করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
4/7
শিলরের ইচ্ছাপূরণ করতে শিলরকে সহ-অধিনায়ক করা হয়েছে বলে ঘোষণা করেছেন অজি অধিনায়ক টিম পেইন।
5/7
শিলরের তিনমাস বয়সেই হৃদযন্ত্রের অসুখ ধরা পড়ে। তার হৃদস্পন্দন স্বাভাবিক নয়। ফলে সারাক্ষণ নজরে না রাখতে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারে। ইতিমধ্যেই ১৩টি অস্ত্রোপচার করা হয়েছে।
6/7
'মেক আ ইউশ' নামে একটি অস্ট্রেলিয়ান স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেই স্বপ্নপূরণের সুযোগ পেল শিলর।
7/7
তবে প্রথম এগারোতে খেলবে না শিলর। সে ড্রেসিংরুমেই থাকবে। এদিন প্রশিক্ষণপর্বেও যোগ দেয় সাতবছরের খুদে।