পুজো উদ্বোধনে থিম ভাবনা নিয়ে শিল্পীর ওপর চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

Oct 11, 2018, 19:05 PM IST
1/8

আধার কার্ড দিয়ে সজ্জিত হয়েছে প্যান্ডেল। কিন্তু কেন?  পুজোর উদ্বোধন করতে গিয়ে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

2/8

দ্বিতীয়াতে বাদামতলা আষাঢ় সঙ্ঘের পুজোর উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী।

3/8

বিশিষ্ট শিল্পী পরিমল পালের চিন্তাভাবনায় আষাঢ় সঙ্ঘের পুজো প্যান্ডেল  সেজে উঠেছে।

4/8

শিল্পী প্যান্ডেলের বাইরে প্রচুর আধার কার্ডে প্রতিলিপি দিয়ে সাজিয়ে তুলেছেন। তা দেখেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী।

5/8

মুখ্যমন্ত্রী শিল্পীর সঙ্গে দেখা করতে চান। তাঁকে প্রশ্ন করেন, ‘‘এই ভাবে প্যান্ডেল সাজিয়ে আপনি মানুষের কাছে কী বার্তা দিতে চাইছেন? এতে তো সাধারণ মানুষ কিছুই বুঝতে পারবেন না।’’

6/8

কীভাবে  মানুষের পরিচয় নথি সর্বস্ব হয়ে উঠছে, তাই মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন  বলে জানান শিল্পী।

7/8

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনার চিন্তাভাবনা পুরোপুরি মানুষের কাছে পৌঁছবে না। আপনি তা স্পষ্ট করতে চাইলে, মণ্ডপসজ্জার বিষয় কাগজে লিখে বাইরে ঝুলিয়ে দিন।’’  

8/8

এছাড়াও মণ্ডপের বাইরে রাস্তা কেন অনেকটা আটকানো হয়েছে, তা নিয়েও পুজো উদ্যোক্তাদের প্রতি বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।