গড়িয়াহাটের বিধ্বংসী আগুন মোকাবিলায় এক যন্ত্রেই বাজিমাত দমকলের

Jan 20, 2019, 13:27 PM IST
1/12

শনিবার রাতে বিধ্বংসী আগুন লাগে গড়িয়াহাট মোড়ে একটি বহুতলে।

2/12

স্থানীয় ও দমকল সূত্রে খবর, রাত ১টা নাগাদ আগুন লাগে।

3/12

দমকলের ১৯টা ইঞ্জিন ও ১টা স্কাই ল্যাডার আগুন নিয়ন্ত্রণে আনে।

4/12

থার্মাল ডিটেকশন ক্যামেরা নামে এই যন্ত্রটি ব্যবহার করেই বিধ্বংসী এই অগ্নিকাণ্ড মোকাবিলায় বাজিমাত করে দমকল।

5/12

বহুতলের কোথায় কত তাপমাত্রা, কোথায় ধোঁয়া, তার সবটাই বোঝা যায় এই যন্ত্রের মাধ্যমে।

6/12

প্রায় ১০ ঘণ্টার লড়াইয়ে কাবু হয় আগুন।

7/12

বহুতলটিতে একটি জনপ্রিয় পোশাকের বিপণি প্রতিষ্ঠান সহ বেশকিছু দোকান, রেস্তরাঁ ও আবাসিক ফ্ল্যাট ছিল।

8/12

বিধ্বংসী আগুনে ভস্মীভূত সব, ধ্বংসের ছাপ বহুতলে।

9/12

ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ।  

10/12

রাস্তায় পড়ে পোড়া কাপড়, প্যাকেট।

11/12

আগুনের করাল গ্রাস থেকে আদৌ কি কিছু বাঁচল? আতিপাতি করে খোঁজ...

12/12

সরানো হচ্ছে সব পোড়া সামগ্রী।