ইতিহাসে ভারতীয় রেল, ডিজেল বনে গেল 'লোকো ইলেকট্রিকে'
Mar 04, 2018, 15:23 PM IST
1/7
make in india
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া'য় সফল প্রয়োগ ভারতীয় রেলের। আর তাতেই তৈরি হল নয়া ইতিহাস।
2/7
loco
লোকোমোটিভ ডিজেল ইউনিটকে ইলেকট্রিক ডিজেল লোকোয় বদলে দিল বারণসীর রেল কারখানা।
photos
TRENDING NOW
3/7
railways
রেলের দাবি, এই প্রথম বিশ্বে ডিজেল লোকো-কে বদলানো হল ইলেকট্রিক লোকোয়। এই অসাধ্য সাধনই করেছে ভারতীয় রেল।
4/7
rail factory
রেলের মুখপাত্র নিতিন মেহরোত্রার কথায়, স্বপ্ল সময়ের মধ্যেই এই প্রকল্প শেষ করার চ্যালেঞ্জ নিয়েছিলাম। গত বছর ২২ ডিসেম্বর শুরু হয়েছিল কাজ। ২৮ ফেব্রুয়ারির মধ্যে সফলভাবে বদল করা হয়েছে।
5/7
electric
নিতিন জানিয়েছেন, ডিজেল লোকো-কে WAGC3 শ্রেণিতে রূপান্তরিত করা হয়েছে। এই প্রকল্পে দুটি ডিজেল লোকোমোটিভকে স্থায়ীভাবে ১০ হাজার হর্সপাওয়ারের ইলেকট্রিক ইউনিটে পরিণত করা হয়েছে।
6/7
rail works
এই প্রকল্পে কাজ করেছে রেলের গবেষণা সংস্থা রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অরগানাইজেশন, চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস, DLW ও ভারত হেভি ইলেট্রক্যালস লিমিটেড। নেতৃত্ব ছিলেন রেল বোর্ডের সদস্য ঘনশ্যাম সিং ও রেশমি গোয়েল।
7/7
diesel
WDG3A ডিজেল লোকোমোটিভ ইউনিট একটা নির্দিষ্ট সময় পরে মোটর বদল করা হয়। সেই ইউনিটগুলিই এবার বিদ্যুতবাহীতে পরিণত করা হবে। এ জন্য বিস্তারিত পরিকল্পনাও সেরেছে রেল।