ব্র্যাডম্যানকে টপকে গেলেন বিরাট, ব্যক্তিগত বিশ্বরেকর্ড কোহলির
Sep 03, 2018, 14:20 PM IST
1/8
1
# সাউদাম্পটনে ইংল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে ভারত। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল সিরিজ হারলেও এদিন বেশ কয়েকটি রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
2/8
2
# সাউদাম্পটনে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৪৬ এবং দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেন বিরাট কোহলি।
photos
TRENDING NOW
3/8
3
# চলতি সিরিজে চার টেস্টে বিরাট কোহলির মোট রান ৫৪৪। ব্যাটিং গড় ৬৮। দুটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন তিনটি হাফসেঞ্চুরিও। এখনও একটি টেস্ট বাকি আছে।
4/8
4
# বিরাটই প্রথম ভারত অধিনায়ক যিনি দেশের বাইরে কোনও টেস্ট সিরিজে ৫০০ রান করলেন।
5/8
5
# ইংল্যান্ডের মাটিতে একটি সিরিজে সফরকারী দলের অধিনায়কদের রানের তালিকায় তিনি রয়েছেন বর্তমানে পাঁচ নম্বরে। রবিবারই ডন ব্র্যাডম্যানকে টপকে যান বিরাট। ১৯৪৮ সালে অ্যাসেজ সিরিজে ব্র্যাডম্যান করেছিলেন ৫০৮ রান।
6/8
6
# অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট। ভেঙে দিলেন ব্রায়ান লারার রেকর্ড। সবচেয়ে কম টেস্টে ও কম সময়ে ৪০০০ রান করলেন তিনি। ৩৯টি টেস্ট ও ৬৫টি ইনিংসে এই নজির গড়েন বিরাট। অধিনায়ক হিসেবে ৪০০০ টেস্ট রান করতে লারা নিয়েছিলেন ৪০টি টেস্ট ও ৭১টি ইনিংস।
7/8
7
# বিরাট কোহলিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবে ৪০০০ টেস্ট রান করলেন।
8/8
8
# অধিনায়ক হিসেবে দ্রুততম ৪০০০ রান করলেন বিরাট। এই রান করতে তাঁর সময় লাগল ৩ বছর ২৬৫ দিন।