ওয়াসিম আক্রামের এই রেকর্ড এখনও অক্ষত!

Oct 22, 2018, 17:54 PM IST
1/6

২২ বছর পার হয়ে গেল, এখনও অক্ষত ওয়াসিম আক্রামের এই রেকর্ড। দশক দুই পার হয়ে গেলেও ব্যাট হাতে পাক তারকার অপরাজিত ২৫৭ রানের ইনিংসকে টপকানো তো দূর, কেউ ছুঁতেও পারেনি। 

2/6

১৯৯৬ সালের ২০ অক্টোবর, জিম্বাবোয়ের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে এসে ৩৬৩ বলে ২৫৭ রানের ইনিংস খেলেছিলেন ওয়াসিম আক্রাম। তাঁর ওই ইনিংস সাজানো ছিল ২২টি বাউন্ডারি আর ১২টি ওভার বাউন্ডারি।

3/6

নিজের ক্রিকেট কেরিয়ারে ওয়াসিম আক্রাম তিনটি শতরান করেছেন, তার মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৭ রানের ইনিংসই সর্বোচ্চ। 

4/6

টেস্ট ক্রিকেটে আট নম্বর ব্যাটসম্যান হিসেবে এটাই কোনও ক্রিকেটারের সর্বোচ্চ স্কোর।

5/6

ওয়াসিম আক্রামের আগে আট নম্বরে এসে ২০৯ রানের ইনিংস খেলেছিলেন আরও এক পাক তারকা ইমতিয়াজ আহমেদ।

6/6

২০০৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে এসে ১৫৪ রানের ইনিংস খেলেছেন কামরান আকমল।