হাউ মাউ ``ফাউ``
হাউ মাউ ''ফাউ''
স্বরূপ দত্ত
জানু - হাউ মাউ 'ফাউ'
তোর নাক ডাকার শব্দ পাউ!
ফ্যাব - উফঃ ভর দুপুরে কী অ্যাতো চ্যাঁচাও!।
জানু - পড়ে পড়ে ঘুমোলে হবে?
দিনটা যে হুশ করে চলে যাবে!।
ফ্যাব - যাবে তো যাবে,
তাতে কী এমন কাণ্ড হয়ে যাবে!।
জানু - আজ গেলে আর পাবি না, ফের বছর চারেক পর।
কেন তাহলে করবি নষ্ট? একটু এনজয় কর।।
ফ্যাব - কী বকছিস বল তো সেই থেকে?
কী যে তোর হয় থেকে থেকে!!
জানু - আজ আমার খুশির দিন।
কারণ, তোর শরীরেও আজ বেড়েছে দিন।।
আমার তো সবসময় একতিরিশ
যা দেখে তুই সবসময় হিংসে করিস।।
ফ্যাব - ভাগ্যিস মনে করালে,
আজকের দিনটার দাম বাড়ালে।।
কিন্তু এখন আর কী করব?
কীভাবে নতুন করে শুরু করব??
জানু - বুঝলি ফ্যাব, কিছু ফাউ এমনই
পেলে কী করতে হয়, কেউ কখনও জানেইনি।।
ফ্যাব - একদম বলেছো ঠিক।
এ যেন পানের সঙ্গে পিক!
সামনে ফুটবল, হলই বা লিক।
মনের আনন্দে দে কষিয়ে কিক।।
জানু - ঠিক তাই। তাহলে আজ কী করবি?
ফ্যাব - কী আবার! চল, দুজনে মিলে চুটিয়ে ঘুরবি??
জানু - সেইজন্যই তো ডাকলাম।
মনে মনে কত ছবি আঁকলাম।।
ফ্যাব - ছবি আঁকলি! কী আবার?
প্ল্যান করলি কোথাও যাওয়ার??
জানু - করেছি তো, আজ তোকে নিয়ে হারিয়ে যাব।
গড়ের মাঠে দুজনে মিলে খুব ফুচকা খাব।।
ফ্যাব - এমন দিনে, শেষ-মেশ খাব কিনা ফুচকা!
সবাই আমায় জিজ্ঞেস করবে, এ আইডিয়া কিসকা!!
জানু - আজ লিপ ইয়ার। আবার আসবে বাদে বছর চার।
আমরা কী খাব, তা নিয়ে এত চিন্তা কার??
ফ্যাব - ও মা জানুর সঙ্গে ডেটিং।
সবাই ভাববে, সব সেটিং।
কিন্তু খাওয়ার বেলায় কেন কাট কস্টিং?
এতে কোনও আছে নাকি লজিক বুস্টিং।।
জানু - আছে রে আছে, দিব্যি আছে।
লিপ ইয়ারটা আসে কোন কাজে?
আসলে তো এটা, ফাউ একটা দিন।
মনে আছে ফুচকাওয়ালাকেই প্রথম বলেছিলি - 'একটা ফাউ ফুচকা দিন'।।
ফ্যাব - তাহলে আর দেরি কেন? চল হাউ মাউ 'ফাউ'
লিপ ইয়ারে ফুচকার গন্ধ নাকে পাউ।।