আজ বিশ্ব বাঁ হাতি দিবসে ভালো থাকুন সব `বামপন্থীরা`
স্বরূপ দত্ত
আজ ১৩ আগস্ট। জন্মদিন ফিদেল কাস্ত্রোর। 'লাল সেলাম'-শুভেচ্ছা জানিয়েই শুরু করা যাক লেখাটা। আজকের ১৩ আগস্ট দিনটার একটা অন্য পরিচিতিও আছে সেই ১৯৭৬ সাল থেকে। হ্যাঁ, এই ১৩ আগস্ট দিনটাকে বলা হয় - ইন্টারন্যাশনাল লেফট হ্যান্ডারস ডে। বিশ্ব বাঁ হাতি দিবস। বিশ্বজোড়া ডানহাতিদের মধ্যে বাঁ হাতিদের আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। ভাবলাম, বাঁ হাতিদের নিয়ে একটা লেখা লিখি। ঠিক করলাম ক্রিকেট মাঠেই তো বাঁ হাতিদের আলাদা পরিচিতি। তাই একটা বিশ্বসেরা বাঁ হাতিদের একাদশ করলাম। আর একটা বিশ্বসেরা বাঁ পায়ের ফুটবলারদের একাদশ করলাম। যাঁরা এই ১১-র তালিকায় থাকলেন না, তাঁরাও অনেক ভালো। নমস্য। কিন্তু নিজের পছন্দ এবং যুক্তিকেও তো প্রাধান্য দিতে হয়। যদি আপনার না পছন্দ হয়, মার্জনা করবেন আমায়। আর পছন্দ হলে, ভালো লাগবে আমারও। তাহলে শুরু করি, একে একে। প্রথমে বিশ্বসেরা বাঁ হাতি ক্রিকেটারদের একাদশ। কোনও টেস্ট বা একদিনের দল বলে আলাদা করলাম না। ভালো সব জায়গাতেই ভালো চিরকাল। ওই নিয়ম মেনেই।
বিশ্বসেরা বাঁ হাতি ক্রিকেটারদের একাদশ -
১) সনথ জয়সূর্য (ওপেনার) - টেস্টে ট্রিপল সেঞ্চুরি। একদিনের ম্যাচে মার কাকে বলে, দেখিয়ে ছিলেন তিনি। গ্রেটব্যাচ যা শুরু করেছিলেন, তাতে আকার দিয়েছিলেন তিনিই।
২) সৌরভ গাঙ্গুলি (ওপেনার/ক্যাপ্টেন) - রাহুল দ্রাবিড় বলেন অন সাইডের ঈশ্বর। তাঁকে দিয়ে ওপেন করাবো না তো কাকে দিয়ে করাবো!
৩) ব্রায়ান লারা (তিন নম্বর) - ত্রিনিদাদের রাজপুত্রর মতো ব্যাটিং করতে আর কখনও কাউকে দেখত পায়নি। মিস করি মানুষটাকে।
৪) অ্যালান বর্ডার (চার নম্বর) - অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন। সুনীল গাভাসকরের ১০ হাজার রানের রেকর্ড প্রথম ভেঙেছিলেন তিনিই।
৫) স্যর গ্যারি সোবার্স (পাঁচ নম্বর) - বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার। আর কিছু বলার দরকারই নেই।
৬) মাইকেল বিভান (ছ' নম্বর) - ক্রিকেট খেলায় একজন ফিনিশারের কাজটা ঠিক কীরকম, এই ধারণাটাই আমদানি করেছেন তিনি।
৭) অ্যাডাম গিলক্রিস্ট (সাত নম্বর) - বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান। দলে তো একজন উইকেটকিপারও রাখতে হয়।
৮) ওয়াসিম আক্রম (আট নম্বর) - বাঁ হাতে বলে বলে বিপক্ষ ব্যাটসম্যানের উইকেটটা ছিটকে দেবেন। দরকারে ব্যাট হাতেও।
৯) ড্যানিয়েল ভেত্তোরি (ন' নম্বর) - অন্যতম সেরা বাঁ হাতি স্পিনার। বাকিদের পিছনে ফেললেন অভিজ্ঞতা আর ধারাবাহিকতায়।
১০) মিচেল জনসন (দশ নম্বর) - যে কদিন খেললেন সেই কদিন বিপক্ষ তাঁকে দেখেও ভয় পেল আবার বলের সামনে দিশেহারাও হয়ে পড়ল।
১১) জাহির খান (এগারো নম্বর) - বলটা যদি ওয়াইডও হয়, কিছু যায় আসে না। অমন বোলিং ডেলিভারি দেখতে পাওয়াটা সৌভাগ্যের।
এই দলের ক্যাপ্টেন কে? স্যর গ্যারি সোবার্স ছাড়া আবার কে? কিন্তু বাঙালি হিসেবে এই দায়িত্বটা আজ আর স্যর গ্যারিকে দিতে পারলাম না। ওটা থাকুক আমাদের দাদার হাতে। ক্যাপ্টেন শব্দটাই সুরভিত হোক। এবার আসি সেরা বাঁ পায়ের ফুটবলারদের নিয়ে গড়া একাদশে। এক্ষেত্রেও পজিশন নিয়ে মাথা ঘামালাম না বিশেষ। শুধু গোলকিপার হিসেবে ক্যাসিয়াসকে রাখলাম। বিশ্বকাপ জেতা, ইউরো কাপ জেতা গোলকিপার বলে কথা।
বিশ্বসেরা বাঁ পায়ের ফুটবলারদের একাদশ -
১) দিয়েগো মারাদোনা - ওই বাঁ পা টা, শুধু পা নয়। ওটা 'পৃথিবী'
২) হাজি - রোমানিয়ার এই ফুটবলারকেও তো মারাদোনা বলেই ডাকা হতো।
৩) লিওনেল মেসি - আজকের সেরা বাঁ পা। আজই অবসর ভাঙলেন। বাঁ দিকের হৃত্পিণ্ড খুশি করার সেরা কারণ তিনিই।
৪) রবার্তো কার্লোস - বাপ রে বাপ! মিসাইল ছোঁড়ার জন্যও কোনও সেনাবাহিনী দিব্যি ভাড়া করতে পারে তাঁর বাঁ পা-কে।
৫) মারিও কেম্পেস - আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জেতার অন্যতম নায়ক।
৬) রায়ান গিগস - ওয়েলস কখনও তাঁর সেরাটা পেলো না। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁকে মিথ করে দিল।
৭) হিস্ট্রো স্তোইচকোভ - জানি না বার্সোলানায় তাঁর আর রোমারিওর জুটিকে দেখার সৌভাগ্য আপনার হয়েছে কিনা!
৮) ফেরেঙ্ক পুসকাস - হাঙ্গেরির ফুটবলের এত নাম ডাকের অন্যতম কারণ, তাঁর বাঁ পা-টাই।
৯) আরেন রবেন - আজেকর দিনের ফুটবলার। কিন্তু ওই বাঁ পায়ের দাপটে সম্ভাবত সব দশকের ফুটবল একাদশে হাসতে হাসতে ঢুকে যাবেন।
১০) গ্যারেথ বেল - কদিন আগে পর্যন্তও সবথেকে বেশি দামের ফুটবলার ছিলেন। ওয়েলস উইজার্ডকে তাই দলে রাখলামই।
১১) ইকর ক্যাসিয়াস - দলে গোলরক্ষক তো একজনকে রাখতেই হবে। ক্যাসিয়াসের থেকে ভালো কাউকে পেলাম না। বাঁ পায়েরই ফুটবলার। দুনিয়া তাঁর হাত দুটোকেই বেশি দেখেছে।
দুটো একাদশ। তার মানে ২২ জনের কথা বলেছি। শুরু করেছি ফিদেল কাস্ত্রোকে দিয়ে। আর শেষ করতে চাই আর একটা নাম দিয়ে। অমিতাভ বচ্চন। ওই বাঁ হাত-টা পর্দায় দেখেই তো প্রতিবাদী হতে শিখেছে এ দেশের মানুষ। অন্তত সাতের দশকের পর থেকে। এছাড়াও পৃথিবীর সব বাঁ হাতিকে আজ বুকের বাঁ দিকে হাত রেখে সেলাম। অভিনন্দন। শুভেচ্ছা। ভালো থাকুন বিশ্বের সব বামপন্থীরা।