নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারের ভারত ইলেকট্রনিক্সে ফিটার, টার্নার, ইলেক্ট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, মিশিনিস্ট, ড্রাফটসম্যান (সিভিল, মেকানিক্যাল), রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, লেক্ট্রোপ্লেটার, ওয়েল্ডার,  সিওপিএ ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। নিচের যোগ্য়তায় যেকোনও ব্যক্তি আবেদন করতে পারেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শূন্যপদ: ফিটার-১৭, টার্নার-৪, ইলেকট্রিশিয়ান-১৪, ইলেকট্রনিক মেকানিক:১৯, মেশিনিস্ট: ৫, ড্রাফটসম্যান (সিভিল)-৪, ড্রাফটম্যান (মেকানিক্যাল)-৯, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং-৪, ইলেক্ট্রোপ্লেটার-৩, ওয়েল্ডার-২, সিওপিএ-৬৯।


স্টাইপেন্ড ও ট্রেনিং-এর সময়সীমা: ওয়েল্ডার ও সিওপিএ ট্রেডের ক্ষেত্রে প্রতিমাসে ৬৭৫৪ টাকা অন্যান্য শাখাগুলির ক্ষেত্রে প্রতিমাসে ৭৫৯১ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। সব ক্ষেত্রেই ট্রনিং-এর সময়সীমা ১ বছর। 


আরও পড়ুন: 


বয়সসীমা: ৩০ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত  শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। 


যোগ্যতা: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমসিভিটির অধীনে আইটিআই পাশ করতে হবে


প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের লেখা পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। 


আবেদন: http://apprenticeship.gov.in/Pages/Apprenticeship/ApprenticeRegistration.aspx গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন  হয়ে গেলে অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে। এরপর পোর্টালের হোম পেজ থেকে establishment লিঙ্কে গিয়ে establishment name- এর জায়গায় ভারত ইলেক্ট্রিনিক্স লিমিটেড লিখতে হবে। আবেদনের শেষ তারিখ ২২ এপ্রিল। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.apprenticeship.gov.in ওয়েবসাইট থেকে।