নিজস্ব প্রতিবেদন: হাজারেরও বেশি শূন্যপদে কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে BSF। মাধ্যমিক পাশ করলেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।  জেনে নিন বিস্তারিত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শূন্যপদ: ১,৩৫৬


শিক্ষাগত যোগ্যতা: আবেদনের জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত বোর্ড থেকে অন্তত দশম শ্রেণি পাশ করতে হবে।


বয়সসীমা: ১ অগাস্ট, ২০১৯ অনুযায়ী প্রার্থীর বয়স বিবেচনা করা হবে। বয়সের ঊর্ধ্বসীমা ২৩ বছর।


প্রার্থী বাছাই পদ্ধতি:প্রার্থীকে প্রথমে লেখা পরীক্ষায় পাশ করতে হবে, এরপর ফিজিক্যাল স্টান্ডার্ড টেস্ট (PST), ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET).


BSF Constable (GD) recruitment 2019: প্রয়োজনীয় তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হবে: ৭ নভেম্বর
আবেদন করার শেষ দিন: ১৪ নভেম্বর


কীভাবে আবেদন করবেন: 
Step 1: bsf.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।


Step 2: ‘application process’ লিঙ্কে ক্লিক করুন


Step 3: নাম, শিক্ষা, যোগ্যতা ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিন। 


Step 4: প্রয়োজনীয় শংসাপত্র দিন


Step 5: submit লেখা অংশে ক্লিক করুন


Step 6: ডাউনলোড করুন, পরবর্তী প্রয়োজনের জন্য প্রিন্টআউট নিয়ে রাখুন
bsf.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন ১৪ নভেম্বরের মধ্যে