প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফলাফল, জেনে নিন কীভাবে দেখবেন
প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণইর ফলাফল। দুপুর তিনটের পর থেকে নিচে দেওয়া ওয়েবসাইটগুলোটে রেজাল্ট জানা যাবে।
নিজস্ব প্রতিবেদন: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে জানানো হয়েছে, আজই প্রকাশিত হচ্ছে সিবিএসসি দশম শ্রেণইর ফলাফল। ছাত্রছাত্রীরা cbseresults.nic.in, results.nic.in, এবং cbse.nic.in ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। bing.com এবং google.com দিয়েও ফলাফল জানতে পারবে পড়ুয়ারা।
আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! শাতাধিক কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের FACT
National Informatics Centre (NIC)-এর সহায়তায় প্রকাশিত হবে. CBSE-তে রেজিস্টার থাকা বিদ্যালয়গুলি তাদের ইমেল-এ সমস্ত ফলাফল পেয়ে যাবে। আগের সপ্তাহতেই প্রকাশিত হয়েছে সিবিএসই দশম শ্রেণির ফলাফল। “DigiResults” থেকে জানা যাবে ফলাফল। পাশাপাশি UMANG মোবাইল প্লার্টফর্মের সাহায্যেও রেজাল্ট জানা যাবে। ফোন কলেও জানা যাবে ফলাফল। কী করতে হবে জেনে নিন দিল্লির পড়ুয়ারা 24300699 নম্বরে ফোন করুন। অন্যান্যরা ফোন করুন 24300699 নম্বরে