নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারের ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে ৯৬ জন এগজিকিউটিভ নিয়োগ করা হবে। সিভিল, মেকানিক্যাল ইলেক্ট্রিক্যাল, ওয়েল্ডিং/ ইনস্ট্রুমেনশন, ওয়্যারহাউস ও সেফটি ডিসিপ্লিনে শূন্যপদে নিয়োগ করা হবে।  জেনে নিন বিস্তারিত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শূন্যপদ: এগজিকিউটিভ গ্রেড ফোর: ৫৭ টি
এগজিকিউটিভ গ্রেড ফাইভ:৩৩ টি
এগজিকিউটিভ গ্রেড সিক্স: ৬ টি


আরও পড়ুন: সুখবর! নেভিতে শতাধিক শূন্যপদ, বেতন ১ লক্ষেরও বেশি


বয়সসীমা: (৩০ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে) এগজিকিউটিভ গ্রেড ফোরের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এগজিকিউটিভ গ্রেড ফোরের জন্য বয়সসীমা ৪৮, এগজিকিউটিভ গ্রেড ফাইভের জন্য বয়সসীমা ৫০ বছর, এগজিকিউটিভ গ্রেড সিক্সের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৫২ বছর। 


প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউ হবে দিল্লিতে।


আবেদনের পদ্ধতি: www.engineersindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে ৩০ এপ্রিল ২০১৯ পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, বেতন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে বিস্তারিত।