নিজস্ব প্রতিবেদন: সংখ্যালঘু উন্নয়ন দফতরের অধীনে এডুকেশন সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন আবেদনের বিস্তারিত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শূন্য়পদ: উত্তর ২৪ পরগনায় ১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন, মালদহে ১ জন, উত্তর দিনাজপুরে ১ জন নিয়োগ করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। এই পদের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত হতে হবে।


যোগ্যতা: প্রার্থীদের উচ্চমাধ্য়মিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ও লেভেল সার্টিফিকেট থাকতে হবে।


বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।


ইন্টারভিউ: আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২০ ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ-এর সঙ্গে একটি কম্পিউটার টেস্টও নেওয়া হবে। নিজের বায়োডাটা, সঙ্গে সমস্ত পরীক্ষার মার্কশিট, জন্মতারিখ শংসাপ্ত্র ও ফটো আইডেন্টিটি কার্ডের মূল ও একসেট স্বপ্রত্যয়িত জেরক্স, ১টি রঙিন পাসপোর্ট ছবি দিতে হবে।


ইন্টারভিউ হবে, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিজডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্স কর্পোরেশন, DD-27/E Sector-1, saltlake, kolkata-700064


বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন  www.wbmdfc.org