নিজস্ব প্রতিবেদন: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮২৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। আইটিআই, ভোকেশনাল উচ্চমাধ্যমিক ও ইঞ্জিনিয়ারিং  ডিগ্রি/ ডিপ্লোমাদের জন্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শূন্যপদ: প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদ ৫৬১। 


যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ। 


ট্রেনিং-এর সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিং-এর সময়সীমা এক বছর। অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। 


আবেদনের পদ্ধতি: www.apprenticeship.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর এস্ট্যাবলিশমেন্ট ট্যাব থেকে Hindusthan Aeronautics Limited, State: Maharastra, District: Naishik' লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ১৫ মে ২০১৯-এর মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরের ওয়েবসাইট থেকে। 


দ্বিতীয় বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ: ২৫টি। 


যোগ্যতা: ভোকেশনাল শাখায় সংশ্লিষ্ট বিষয়-সহ ১০+২ পাশ।


স্টাইপেন্ড: প্রতি মাসে ২৭৫৮টাকা।


আবেদন পদ্ধতি: www.apprenticeship.gov.in পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর এস্ট্যাবলিশমেন্ট ট্যাব থেকে Hindusthan Aeronautics Limited, State: Maharastra, District: Naishik' লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ১৫ মে ২০১৯-এর মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরের ওয়েবসাইট থেকে।