নিজস্ব প্রতিবেদন: কেন্দ্র সরকারের স্বাস্থ্য় ও পরিবার কল্যাণ দফতরের অধীন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ন্যাশনাল ইনস্টিটিউট অব এপিডেমিওলজিতে এক বছরের চুক্তিতে ৫০ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার) নিয়োগ করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শূন্যপদ: ৫০ (অসংরক্ষিত ১৯, ওবিসি ১৩, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৬, ইডব্লুএস ৫)


বয়সসীমা: ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। 


যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক সঙ্গে পাবলিক হেলথ প্রোজেক্ট/ হেলথ কেয়ার ম্যানেজমেন্টে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে মাস্টার ডিগ্রি। এছাড়াও লিটারেচার রিভিউয়ের জ্ঞান, ডেটা হ্যান্ডেলিং, অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন, রিপোর্ট রাইটিং, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারের জ্ঞান।


বেতনক্রম: ৩১০০০ টাকা। 


আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://nie.gov.in/images/careers/IHCI_TA_Final_Advt_for_web_156.pdf লিঙ্কে দরখাস্তের বয়ান-সহ বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। খামের ওপরে লিখতে হবে 'Appication for te post of Project Technical Assistant (Senior Treatment Supervisor) under IHCI Project' পূরণ করা আবেদন পত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স রেজিস্টার্ড/ স্পিড পোস্টে পাঠাতে হবে 'The Director, ICMR-National Institute of Epidemiology, 2nd Main Road, Tamilnaru Housing Board, Ayapakkam, chennai 600077' ঠিকানায়। যাবতীয় নথিসহ আবেদন পত্র পৌঁছতে হবে ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে। একই সঙ্গে ইমেলেও পাঠাতে হবে আবেদনপত্র। ইমেল আইডি- ihcinie@gmail.com