নিজস্ব প্রতিবেদন: বিই/ বিটেক কোর্স করিয়ে ৯০ জন তরুণ অফিসার নেবে ভারতীয় সেনাবাহিনী। ১০+২ টেকনিক্যাল এন্ট্রি স্কিম (টিইএস) কোর্স-৪৩-এর মাধ্যমে। ক্য়াডেট হিসেবে স্টাইপেন্ড সহ জওহরলাল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড ৪ বছরের কোর্স ও ট্রেনিং শেষ হলে নিয়োগ হবে পার্লামেন্ট কমিশনে। আবেদন করতে হবে অলাইনে। শুধুমাত্র অবিবাহিত পুরুষরা আবেদন করতে পারবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোট শূন্যপদ: ৯০টি। তবে ট্রেনিং-এর ওপর নির্ভর করে এই সংখ্যার পরিবর্তন হতে পারে।  


শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ করতে হবে। তবে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয়ে মোট ৭০ শতাংশ নম্বর থাকতে হবে।


বয়সসীমা: কোর্স শুরুর মাসের এক তারিখের হিসেবে বয়স হতে হবে সাড়ে ১৬ থেকে সাড়ে ১৯-এর মধ্যে। 


স্টাইপেন্ড ও বেতন: ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ৫৬১০০টাকা স্টাইপেন্ড দেওয়া হবে তৃতীয় বছরের পর। এরপর পদমর্যাদা অনুযায়ী বেতন বাড়বে। 


আবেদনের পদ্ধতি: http://www.joinindianarmy.nic.in/default.aspx ওয়াবসাইটে গিয়ে আবেদন করুন। আবেদনের বিস্তারিত মিলবে ওই ওয়েবসাইটেই।