নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে ইন্সপেক্টর এবং সাবইনন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। বিজ্ঞাপ্তিতে দেওয়া ফর্ম্যাটে আবেদন করতে পারবেন ইচ্ছুর প্রার্থীরা আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ অগাস্ট ২০১৯।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রয়োজনীয় তারিখ:
আবেদন করতে হবে ১৮ অগাস্টের আগে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ অগাস্ট ২০১৯।


শূন্যপদ: 
ইন্সপেক্টর: ২৫টি
সাব ইন্সপেক্টর: ৪০টি


GM এবং DGM এর জন্য যোগ্যতা: যেকোনও স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করতে করতে হবে। পাশাপাশি ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইনভেসটিগেশন কেস, ক্রিমিনাল কেস, ইন্টালিজেন্স অপারেটর, ইনফরমেশন টেকনোলজি কেসে কাজ করার দু-বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।


কীভাবে আবেদন করবেন
আবেদনকারীরা নিচের দেওয়া ঠিকানায়  আবেদনপত্র  পাঠান। আবেদনপত্র পাঠাতে হবে ১৮ অগাস্ট, ২০১৮-র আগে।