নিজস্ব প্রতিবেদন: ৪,৩৩৬টি শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে IBPS (Institute of Banking Personnel Selection) প্রবেশনারি অফিসার এবং ম্যানজমেন্ট ট্রেনির  Probationary Officer/ Management Trainee.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবেদনের সময় আবেদন পত্রের ছবি, আবেদনকারীর সাক্ষর, আঙুলের ছাপ-সহ প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।


অংশগ্রহণকারীর সংস্থাগুলি
এলাহাবাদ ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাঙ্ক,ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক, ওরিয়ন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 


https://www.ibps.in/ ওয়েবসাইট থেকে বিস্তারিত জানুন


প্রয়োজনীয় তারিখ: 



আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৭ অগাস্ট থেকে। চলবে ২৮ অগাস্ট পর্যন্ত। 
প্রিলিমিনারি পরীক্ষা, ১২, ১৩, ১৯, ২০ অক্টোবর। 
অনলাইন পরীক্ষার ফলাফল: অক্টোবর বা নভেম্বরে। 
কল লেটার ডাউনলোড করা যাবে: নভেম্বর থেকে
মূল পরীক্ষা: ডিসেম্বর
ইন্টারভিউ কল লেটার: জানুয়ারি ২০২০
ইন্টারভিউ: জানুয়ারি, ফেব্রুয়ারি ২০২০
প্রবিশনাল অ্যালোটমেন্ট: ফেব্রুয়ারি ২০২