শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জেনে নিন বিস্তারিত
অনলাইন আবেদন করা যাবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
নিজস্ব প্রতিবেদন: স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ায় ৪০৭ জন স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগ করা হবে। জেনে নিন আবেদনে বিস্তারিত।
শূন্যপদের বিন্যাস: মোট শূন্যপদ ৪০৭
যোগ্যতা: পদ অনুযায়ী যোগ্যতা যাচাই করা হবে। বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।
প্রার্থী বাছাই পদ্ধতি:অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
বেতনক্রম: জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ওয়ান (জেএমজিএস ওয়ান) পদে ২৩৭০০-৪২০২০টাকা। মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল টু (এমএমজিএস টু) পদে ৩১৭০৫-৪৫৯৫০ টাকা। মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল থ্রি (এমএমজিএস থ্রি) পদে ৪২০২০-৫১৮৯০ টাকা।
আবেদনের ফি: ৭৫০টাকা (আবেদনের ফি+ইন্টিমেশন চার্জ)। তপশিলি জাতি/ উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের ফি দিতে হবে না। শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১৫০ টাকা দিতে হবে। ডেবিট কার্ড/ক্রেডিটকার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি: https://bank.sbi/careers/ অথবা https://www.sbi.co.in/careers/ লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।