নিজস্ব প্রতিবেদন: স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ করবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১২ অগাস্ট ২০১৯। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময়  প্রার্থীদের প্রয়োজনীয় নথি সমস্ত নথি ওয়েবসাইটে আপলোড করতে হবে তথ্য বিচার করে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। বিস্তারিত জানুন এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট bank.sbi/careers বা sbi.co.in/careers থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শূন্যপদ: ডেপুটি জেনারেল ম্যানেজার – ১, ডেপুটি জেনারেল ম্যানেজার (ক্যাপিটাল প্ল্যানিং) – ১, এসএমই ক্রেডিট অ্যানালিস্ট (সেক্টর স্পেশালিস্ট ) – ১১, এসএমই ক্রেডিট অ্যানালিস্ট (স্ট্রাকচারিং) – ৪, এসএমই ক্রেডিট অ্যানালিস্ট – ১০, ক্রেডিট অ্যানালিস্ট – ৩০, ক্রেডিট অ্যানালিস্ট – ২০


শিক্ষাগত যোগ্যতা: উপরোক্ত পদের জন্য ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর হওয়া প্রয়োজন।  মার্কেটিং এবং মার্কেটিং এক্সিজিকিউটিভ পদের জন্য এমবিএ ডিগ্রি আবশ্যক।


বেতনক্রম: উপরে উল্লেখিত সব পদের জন্যই বেতন বছরে ১৫ থেকে ৪১ লক্ষ টাকা।


আবেদন পদ্ধতি: এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ যান। এরপর হোমপেজের উপরে ডানদিকে “careers” লেখা অপশনে ক্লিক করুন। একটি নতুন পেজ খুলবে। সেই পেজে‘apply online’এর মধ্যে “recruitment of specialist cadre officers” অপশনটি সিলেক্ট করুন। এবার যে পদের জন্য আবেদন করতে চান সেখানে গিয়ে ‘apply online’এ ক্লিক করুন এরপর ‘new registration’ অপশনটিতে ক্লিক করুন। বিস্তারিত তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে সেই আইডি দিয়ে লগ ইন করুন। পুনরায় একটি ফর্ম পূরণ করে, নিজের ছবি ও বিস্তারিত বিবরণ  আপলোড করুন। শেষে আবেদন ফি দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।