UPSC IES,ISS 2019: শূন্যপদে নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, জেনে নিন আবেদন করবেন কীভাবে
জেনে নিন কীভাবে আবেদন করবেন
নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস (IES) এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (ISS) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSE)। মোট শূন্যপদ ৬৫। জেনে নিন আবেদনের বিস্তারিত।
প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় বসতে হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা হবে ২৮ জুন। ইতিমধ্যেই শুরু হয়েগিয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল। আগ্রহী প্রার্থীরা UPSE-র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in or upsconline.nic.in-এ গিয়ে আবেদন করতে পারেন।
আরও পড়ুন: মাধ্যমিক পাশ অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের হিন্দুস্থান কপার লিমিটেড
UPSC IES, ISS 2019, মোট শূন্যপদ: ৬৫
ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস- ৩২
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস- ৩৩
বয়সসীমা: আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩১ বছর পর্যন্ত। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন ফি: ২০০টাকা। সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও পি দিতে হবে না।
কীভাবে আবেদন করবেন:
স্টেপ ১: upsconline.nic.in-এই ওয়েবসাইটে ভিজিট করুন।
স্টেপ ২: ‘online applications for various exams’ লেখা লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ ৩: যেই পরীক্ষার জন্য আবেদন করবেন তার ওপর ক্লিক করুন।
স্টেপ ৪: সমস্ত তথ্য ভাল করে পড়ে নিন এবং yes লেখা লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ ৫: প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম রেজিস্টার করুন।
স্টেপ ৬: আবেদনের ফি জমা করুন।
স্টেপ ৭: ছবি আপলোড করুন এবং সাবমিট করুন।