১০ বছরে পা দিল `ঈশ্বর সংকল্প`
ওয়েব ডেস্ক:সমাজে যাঁরা অবহেলিত ঘরহীন মানসিক প্রতিবন্ধী তাঁদের আস্তানার নাম ঈশ্বর সংকল্প। ১০ বছরে পা দিল ঈশ্বর সংকল্প। অনুষ্ঠানে সামিল প্রসেনজিত্ থেকে শুরু করে টলিউডের অনেকে।
আইসিসিআর সাক্ষী রইল এক অভিনব সন্ধ্যার। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী উপস্থাপন করলেন মানসিক প্রতিবন্ধীরা। তন্ময় বোসের তবলার বোলে শুরু হল এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সম্মানিত করা হল টলিউডের বেশ কিছু নক্ষত্রকে। যাঁরা প্রথম থেকেই জড়িত এই প্রয়াসে। নিজে সাইকোলজির ছাত্রী । ভালো ভাবে বুঝতে পারেন এই মানুষগুলোর ইচ্ছা-অনিচ্ছা। তাই যখন সুযোগ পান কিছুটা সময় এই প্রতিবন্ধী মানুষদের সঙ্গে কাটিয়ে যান। বলে জানালেন কোয়েল মল্লিক। সম্পর্ক শেষ হওয়ার পর এই প্রথম দুজনে। তবে কোন তিক্ততা নয়। সামাজিক উন্নতির কাজে, এমন এক অভিনব প্রয়াসে অংশীদার হয়ে খুশি রাজ-মিমি।
প্রথমবার ঈশ্বর সংকল্পের সঙ্গে পরিচয়। তবে এই অনুষ্ঠানে অসে সামাজিক উন্নতির বার্তা প্রসেনজিত্ চট্টোপাধ্য়ায়ের মুখে।