নিজস্ব প্রতিবেদন: বিশ্বের উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফায় হাইটেক স্টেজ, ফিল্মের পোস্টার নিয়ে স্কাইডাইভিং, থেকে শুরু করে ১২৫ জন সিম্ফনি আর্টিস্ট নিয়ে এ. আর রহমানের লাইভ পারফরম্যান্স। কি না হল না! তবে নজর কাড়ল সুপারস্টার অক্ষয়ের ধামাকাদার এন্ট্রি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কথামতোই ২.০-র মিউজিক লঞ্চকে ২০১৭-র গ্র্যান্ড ইভেন্ট করে দেখালেন অক্ষয়। এই গ্র্যান্ড অডিও লঞ্চে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন। ছিলেন ২.০ অন্যান্য কলাকুশলীরাও। 


এই গ্র্যান্ড সেরিমানির লাইভ টেলিকাস্ট দেখানো হয় দুবাইয়ের নামজাদা বিভিন্ন শপিং মলে এলইডি স্ক্রিনে। সেখানেও প্রায় ১ লক্ষ দর্শক অনুষ্ঠানটি দেখলেন। 
সূত্র বলছে, শুধুমাত্র এই টেলিকাস্টের জন্যই খরচ  হয়েছে ২ কোটি টাকা, আর গোটা অনুষ্ঠানের জন্য খরচ হয়েছে ১২ কোটি।


গ্র্যান্ড সেরিমনির ভিডিও নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন খিলাড়ি অক্ষয়। 


 






৪০০ কোটি টাকারও বেশি বাজেটে এই ছবি মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি।