জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহর জুড়ে সিনেমার মরসুম। ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(29th Kolkata International Film Festival)। ৫ থেকে ১২ ডিসেম্বর অবধি আটদিন ব্যাপী ২৩টি সিনেমা হলে প্রদর্শিত হতে চলেছে ৩৯টি দেশের ২১৯টি ছবি। নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে বেশ কিছু ছবি। শুধু ডেলিগেটস কার্ড বা মিডিয়া কার্ড হোল্ডাররাই নয়, যে কেউ সেই সব সিনেমা হলে ছবি দেখতে পারেন, তাও নিখরচায়। তবে রয়েছে শর্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- KIFF 2023: শতবর্ষে যাঁদের সম্মাননা, তাঁদের চেনেন?


৫ ডিসেম্বর, বিকেল ৪টেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। অন্যান্য বছরের মতোই মঞ্চে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবছর উপস্থিত থাকতে পারছেন না অমিতাভ বচ্চন, শাহরুখ খান। এদিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন সলমান খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ টলিউডের তারকারা।


এবছরই প্রথম বেঙ্গলি প্যানোরামা বিভাগে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার পুরস্কারের মূল্য ৭ লক্ষ টাকা। এবছর নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ ছাড়াও ছবি প্রদর্শিত হবে রাধা স্টুডিয়ো, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১ ও ২, নবীনা, সাউথ সিটি আইনক্স, স্টার, প্রাচী সিনেমা, মিনার, বিজলী, মেনকা, অশোকা, অজন্তা, মানি স্কোয়ার, মেট্রো, কোয়েস্ট মল, নিউ এম্পায়ারে। এই সব সিনেমা হলে নিখরচাতেই দেখতে পাওয়া যাবে ছবি। সময় অনুযায়ী পৌঁছে যেতে হবে হলে। টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে ফ্রি পাস। সেই পাস দেখিয়েই সিনেমা দেখতে পারবেন সাধারণ দর্শক।


আরও পড়ুন- Nachiketa Chakraborty: ‘আর কতবার বলব যে আমার ক্যানসার...’ মঞ্চে মেজাজ হারালেন নচিকেতা...


কোন সিনেমা হলে কখন দেখা যাবে ফিল্ম ফেস্টিভালের ছবি-



এবছর চলচ্চিত্র উৎসবে রয়েছে বেশ কিছু চমক। ছটি বিভাগে থাকছে পুরস্কার। ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল প্রতিযোগিতার জন্য রয়েছে রয়েল বেঙ্গল টাইগার ট্রফি ও হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি। এশিয়ান সিলেক্টের জন্য নেটপ্যাক অ্যাওয়ার্ড, এছাড়াও বেঙ্গলি প্যানোরামা, ইন্ডিয়ান শর্ট ফিল্ম ও ইন্ডিয়ান ডকুমেন্টার ফিল্মের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার ট্রফি। জানা যাচ্ছে ক্লোজিং সেরেমনিতে উপস্থিত থাকবেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)