নিজস্ব প্রতিবেদন : ​বয়স মাত্র ৪। এই ৪ বছর বয়সেই এ আর রহমানে 'বন্দে মাতরম' যখন শোনা যায় এস্থার নামতের গলায়, সঙ্গে সঙ্গে অন্তর্জালে তা ভাইরাল হয় যায়। ৪ বছর বয়সেই মিজোরামের ছোট্ট এস্থার যেন ইন্টারন্টে ঝড় তুলেছে তার গলার সুর দিয়ে। তার গায়কী দিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : করোনা দমাতে পারেনি মনের জোর, বাড়িতে লক্ষ্মী আরাধনায় অপরাজিতা আঢ্য


ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে এস্থার যখন 'মা তুঝে সালাম' গাইতে শুরু করে, তখন উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জীবনযাপনের ছোট ছোট কোলাজ তুলে ধরা হয়। উত্তর-পূর্ব সঙ্গে ভারতের অন্য অঞ্চলের মানুষের যে কোনও ফারাক নেই, তা আরও একবার স্পষ্ট করে দেয় এস্থারের এই গান। ফলে ইউটিউবে এই গান প্রকাশ্যে আসার পর থেকেই এস্থারের প্রশংসা শুরু হয়ে যায় নেট নাগরিকদের মধ্যে।


শুনুন..


 



কেউ বলেন, এইটুকু বয়সে অসাধারণ গেয়েছে ছোট্ট এস্থার। কেউ বলতে শুরু করেন, মিজোরা ভালভাবে হিন্দি উচ্চারণ করতে পারেন না, তা সত্ত্বেও এস্থার যেভাবে গেয়েছে, তা প্রশংসনীয়। কেউ মুম্বই থেকে এস্থারকে ভালবাসা পাঠিয়েছেন কেউ আবার দেশের অন্য অংশ থেকে। কেউ আবার বলেন, ছোট্ট এস্থারের সঙ্গে একদিন অবশ্যই গান গাইতে দেখা যাবে এ আর রহমানকে।


ইউটিউবে মিজো, হিন্দি এবং ইংরেজি, এই তিনটি ভাষায় প্রকাশ পেয়েছে এস্থারের বন্দে মাতরম।