জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ২০ মে মুক্তি পেয়েছে উইনডোজ প্রোডাকশনের ছবি 'বেলাশুরু'। মুক্তির ৫০ দিন পার করেও প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে চলছে 'বেলাশুরু'। ছবির সাফল্য উদযাপন করতে 'বেলাশুরু'র ৫০ দিন উপলক্ষে শুক্রবার নবীনা সিনেমাহলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রযোজনা সংস্থা উইনডোজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছেন 'শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ 'বেলাশুরু'-র ৫০ দিন উপলক্ষে একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। ওইদিন কেক কেটে ছবির সাফল্য উদযাপন করা হবে।' অনুষ্ঠানে ইন্দ্রাণী দত্ত, মনামী দে, অপরাজিতা আঢ্য, কৌশিক সেন, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় সহ ছবির কলাকুশলীদের উপস্থিত থাকার কথা। উপস্থিত থাকবেন ছবির দুই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।


আরও পড়ুন-গন্তব্য যখন ইন্দোনেশিয়া, ভাম বিড়ালের মল থেকে তৈরি দামি কফি খেলেন 'যশরত'


 


প্রসঙ্গত, প্রথম থেকেই এই ছবি নিয়ে নস্টালজিক ছিলেন দর্শকেরা, সেই আবেগের প্রভাব পড়েছে ছবির বক্স অফিস কালেকশনেও। ছবির দুই মুখ্য চরিত্র সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত যাঁরা ইহলোকে না থাকলেও দর্শকের কাছে জীবন্ত হয়ে উঠেছেন এই ছবির মধ্য দিয়ে। তাঁদের অভিনয়ের জাদুতেই দর্শক উপচে পড়ছে সিনেমাহলে। জানা যায়, প্রথমদিনে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ৩৫ লক্ষ টাকা, যা কোভিড পরবর্তী কালে কোনও বাংলা ছবির হায়েস্ট ওপেনিং। 
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)