নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি ব্যবসা চালানোর অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে শিল্পা শেঠি (Shilpa Shetty)র স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)কে। অভিযোগ, বহুদিন ধরেই রমরমিয়ে চলছিল তাঁর পর্নোগ্রাফির ব্যবসা। মাধ আইল্যান্ডে একটি বাংলো ভাড়া নিয়ে চলত শ্যুটিং। জানা যাচ্ছে, গত ৪ ফেব্রুয়ারি ওই মাড আইল্যান্ডের ওই বাংলোয় তল্লাশি চালায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বই পুলিস সূত্রে খবর, গত ফেব্রুয়ারিতে পর্নোগ্রাফির শ্যুটিং চলাকালীন মাড আইল্যান্ডের ওই বাংলো থেকে মোট ৫জনকে গ্রেফতার করা হয়। দুজনকে নগ্ন অবস্থায় ঘনিষ্ঠ দৃশ্যের জন্য পোজ দিতে দেখা গিয়েছিল। আর একজন অভিযোগকারিণীকে ওই বাংলো থেকে উদ্ধার করা হয়েছিল। আর তার ঠিক দুদিন পরেই গ্রেফতার করা হয় পর্ন ফিল্মের প্রযোজক রোওয়া খান এবং অভিনেত্রী গহনা বশিষ্ঠ(Gehna Vasisht)কে। যদিও জামিনে মুক্ত হওয়ার পর গহনা বশিষ্ঠ জানান, তাঁকে ভুলভাবে গ্রেফতার করা হয়, তিনি পর্ন নয়, ইরোটিকা ফিল্মের শ্যুট করছিলেন।


আরও পড়ুন-বিপুল আয়, আরও একটি Porn অ্যাপ আনার পরিকল্পনা ছিল Raj-র, সামনে হোয়াটসঅ্যাপ চ্যাট


জানা যায়, পর্নোগ্রাফি (Pornography) ব্যবসা নিয়ে তদন্ত করতে করতেই পুলিস 'হটশট' নামে এই অ্যাপটি সম্পর্কে তদন্ত শুরু করে। এই মামলায় প্রথমে পুলিস রাজ কুন্দ্রার সহকারী উমেশ কামাতকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদেই উঠে এসেছিল রাজ কুন্দ্রার নাম। পুলিসের দাবি এই অ্যাপটি এদেশের আইনের বিরুদ্ধে গিয়ে পর্ন ভিডিয়ো আপলোড করছিল। মুম্বই পুলিসের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মিলিন্দ ভরাম্বে জানিয়েছেন, রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি চালিয়ে তাঁদের হাতে একাধিক তথ্য উঠে আসে। মিলিন্দ ভরাম্বের কথায়, ''রাজ কুন্দ্রার অফিস থেকে চুক্তির কাগজপত্র, ইমেল, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অশ্লীল ভিডিয়ো ক্লিপ আমাদের হাতে উঠে এসেছে। আর এর পরেই রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করা হয়েছে।''


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)