নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের শুরুতেই বিপাকে ভিকি কৌশল (Vicky Kaushal )। সদ্য ক্যাটরিনা কাইফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এখন পুরোদমে ব্যস্ত শুটিং নিয়ে ৷ লুকা ছুপি 2-এর শুটিং (Luka Chuppi 2 shooting)-এর ফাঁকে তিনি বাইকে করে বেড়াচ্ছেন ইন্দোরের রাস্তায়। আর তার জেরেই আইনি জটে অভিনেতা। ভিকি কৌশলের ছবিতে ব্যবহৃত গাড়িতেই বিপত্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্দোরের বাসিন্দা জয় সিং যাদব তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। জয় সিংহের অভিযোগ, তাঁকে না জানিয়ে তাঁরই বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে ভিকির ছবিতে। সে কারণেই থানায় দায়ের হল লিখিত অভিযোগ। জয় সিং যাদবের অভিযোগ, ''সিনেমার একটি দৃশ্যের জন্য বেআইনিভাবে ভিকি কৌশল তাঁর গাড়ির নম্বর প্লেটটি ব্যবহার করেছেন। এর জন্য তাঁর কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি।''



আরও পড়ুন, Nusrat-Yash: গোয়ায় একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানালেন যশ-নুসরত


সম্প্রতি সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে শ্যুটিং-এ ছিলেন ব্যস্ত ভিকি। সেখানেই ধরা পড়ে এক অন্য ছবি। ভিকি কৌশল দুচাকার  একটি গাড়ি চালাচ্ছেন অভিনেতা, পিছনে সওয়ারি সারা। পুলিসের তরফে জানান হয়েছে কীভাবে এই নম্বর প্লেট ব্যবহার করা হল তা মোটর ভেইকেল থেকে বিষয়টা খতিয়ে দেখার ব্যবস্থা করা হচ্ছে।


সংবাদ সংস্থা এএনআইকে ইন্দোরের ওই বাসিন্দা আরও বলেন, “ছবির দৃশ্যে যে গাড়িটি দেখা যাচ্ছে, সেটিতে আমার বাইকের নম্বর প্লেটটি দেখা গিয়েছে। এটা যে বেআইনি, ছবির নির্মাতারা জানেন কি না, তা বলতে পারব না। আমার অনুমতি ছাড়া এভাবে তাঁরা আমার গাড়ির নম্বর প্লেট ব্যবহার করতে পারেন না। থানাকে সব জানিয়েছি। বিষয়টা নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত।”


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)