ওয়েব ডেস্ক: 'বার বার দেখো' সিনেমায় ক্যাটরিনার ব্রা পরিহিত দৃশ্য বাদ দেওয়ায় নিদান সেন্সর বোর্ডের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও একবার 'বিতর্কিত' শিরোনামে 'সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন'। প্রতিবারের মত এবারও সেন্সর বোর্ড বিতর্কের শিরোনামে এসেছে তার 'সেন্সর সিদ্ধান্ত' নিয়ে! এক একটা সিনেমা আসছে আর নাম জড়িয়ে যাচ্ছে পহলাজ নিহালনি পরিচালিত সেন্সর বোর্ডের। এ যেন খুবই স্বাভাবিক এবং রোজকার ঘটনা হয়ে যাওয়া। সম্প্রতি অভিষেক চৌবের সিনেমা 'উড়তা পাঞ্জাব'-এ ৮৯টি দৃশ্য কেটে বিতর্কে পড়তে হয়েছিল 'সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন'কে। সিনেমার একের পর এক দৃশ্যে নির্মম কাঁচি চালানোর ঘটনায় সমালোচনায় কম শুনতে হয়নি পহলাজ নিহালনিকে। বোম্বে কোর্টের নির্দেশ, সিনেমা ইন্ডাস্ট্রির আন্দোলন, এই সব কিছুর পর কিছুটা শিথিল হলেও বদলায়নি 'সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন' এবং পহলাজ নিহালনি নিজেও। কাঁচি চালানোর স্বভাবে 'বলি' আরও এক সিনেমা। 'বার বার দেখো'। একটা দৃশ্য বাদ দিতে হবে সিনেমা থেকে, নির্দেশ পহলাজ নিহালনি পরিচালিত সেন্সর বোর্ডের। সিদ্ধার্থ এবং ক্যাটরিনা অভিনীত 'বার বার দেখো' সিনেমার 'ব্রা দৃশ্য' বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।