নিজস্ব প্রতিবেদন: ফের নতুন করে বাড়ছে করোনার সংক্রমণ। বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রে একের পর এক করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে, যার রেস পৌঁছেছে বি-টাউনেও। এবার Covid 19-এর কবলে পড়লেন অভিনেতা আমির খান (Aamir Khan)। জানা যাচ্ছে, আমিরের Covid টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। খবর নিশ্চিত করেছে অভিনেতার মুখপাত্র। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আমির খানের মুখপাত্র জানাচ্ছেন, ''আমির খানের (Aamir Khan) Covid-টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন এবং তিনি এখন ভালো আছেন। এই কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কোভিড টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। তাঁর জন্য যাঁরা শুভকামনা জানিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।''


আরও পড়ুন-করোনা আক্রান্ত পরিচালক Leena Ganguly



প্রসঙ্গত, গত ১৭ মার্চ করোনা আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের পরিচালক সতীশ কৌশিক। অভিনেতা কার্তিক আরিয়ানেরও করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তিনি এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।


আরও পড়ুন-Kiara Advani-র সঙ্গে র‍্যাম্প ওয়াক, দু'দিন পরই Covid-19 আক্রান্ত Kartik Aaryan