জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের শুরুতেই দুঃসংবাদ। মঙ্গলবার চোখের জলে বিদায় নিলেন ভারতীয় সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র উস্তাদ রশিদ খান(Ustad Rashid Khan)। রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী রশিদ শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতেই আটকে থাকেননি। হিন্দি ও বাংলা সিনেমাতেও গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত ও কনটেম্পোরারি সুরের মিশেলে সেই সব গান নতুন জেনারেশেনের কাছে জনপ্রিয়তাও পেয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Ustad Rashid Khan Demise: ‘পরমআত্মীয়কে হারালাম...’, ‘ভাই’ রশিদের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন হৈমন্তী শুক্লা...


হিন্দি ছবিতে রশিদ খানের যে গান তুমুল জনপ্রিয়তা পায়, সেই গানটির সুরকার সন্দেশ সান্ডিল্য। ‘জব উই মেট’ ছবির গান ‘আওগে জব তুম ও সজনা’।



শাহিদ কাপুরের আরেকটি ছবিতেও গান গেয়েছেন রশিদ খান। মৌসম ছবির গান ‘পুরে সে জারা সা কম হে’। ইরশাদ কামিলের কথায় এই গানের সুর করেছেন প্রীতম।



শাহরুখের ছবিতেও প্লেব্যাক করেছেন উস্তাদ রশিদ খান। ‘মাই নেম ইজ খান’ ছবির ‘আল্লাহ হি রহম’ গানটি গেয়েছেন এই সঙ্গীতজ্ঞ।



নন্দিতা দাসের পরিচালনায় ‘মান্টো’ ছবিতেও গান গেয়েছিলেন রশিদ খান। শাস্ত্রীয় সংগীত ও কনটেম্পোরারির মিশেল এই গান।



শুধু জনপ্রিয় হিন্দি ছবিই নয়, বেশ কয়েকটি বাংলা ছবিতেও গান গেয়েছেন উস্তাদ রশিদ খান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তারা ছবিতে ‘মেঘ জমে আছে মনকোণে’ গেয়েছিলেন তিনি।



শুধু তাই নয়, জনপ্রিয়তা পেয়েছিল ‘সজনা বরসে হ্যায় কিউ আখিয়া’। কাদম্বরী ছবিতে গান গেয়েছিলেন ‘ভরা বদরা’।



নচিকেতা চক্রবর্তীর সঙ্গে একটি অ্যালবাম তৈরি করেছিলেন উস্তাদ রশিদ খান। যাত্রা নামের সেই অ্যালবাম পছন্দ করেছিলেন শ্রোতারা। এছাড়াও রবি ঠাকুরের গানের একটি অ্যালবামও জনপ্রিয় হয়েছে রশিদ খানের।



রামপুর-সাসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হুসেন খাঁ-সাহিবের প্রপৌত্র উস্তাদ রশিদ খান। এই ঘরানার অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত শিল্পী। উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম তাঁর। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে, যিনি সম্পর্কে তাঁর দাদু। তবে শুধু দাদুর কাছেই নয়, গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন তিনি, যিনি সম্পর্কে রশিদের মামা।


আরও পড়ুন- Yash: জন্মদিনের সারপ্রাইজে দুর্ঘটনা! নিহত ৩ ফ্যানের বাড়িতে যশ, গাড়ি পিষল আরও এক ফ্যানকে...


 



শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম দিকপাল রশিদ কিন্তু শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতেই আটকে থাকেননি। হিন্দি ও বাংলা ছবিতেও গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত ও কনটেম্পোরারি সুরের মিশেলে সেই সব গান নতুন জেনারেশেনের কাছে জনপ্রিয়তা পেয়েছে। একবার পন্ডিত ভীমসেন যোশী রশিদ খান সম্পর্কে বলেছিলেন যে, ভারতীয় সঙ্গীতের ভবিষ্যৎ রশিদ খানের হাতে নিশ্চিন্ত। সঙ্গীতের জগতে পন্ডিতজীর মানও রেখেছেন উস্তাদ রশিদ খান। ২০০৬ সালে একই বছরে তিনি ‘পদ্মশ্রী’ ও ‘সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’ সম্মানে ভূষিত হন। ২০২২ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে সম্মানিত হন শিল্পী।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)