ওয়েব ডেস্ক: পাকিস্তানের শিল্পীদের ব্যান প্রসঙ্গে পাকিস্তানি শিল্পীদেরই পাশে দাঁড়ালেন বলিউডের অভিনেতা অভয় দেওল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেতা, অভিনেত্রী কিংবা গায়ক, পাকিস্তানি শিল্পীদের উপর কার্যত ফতোয়া জারি করেছে বলিউড। শুধু বলিউডই নয়, দক্ষিণের ছবি এমনকি টলিউডও, ভারতের কোনও ছবিতেই পাকিস্তানি শিল্পীদের সুযোগ দেওয়া হবে না! উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি এবং বর্তমান সময়ে ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্কে যে ধরনের বাতাবরণ তৈরি হয়েছে তাতে পাকিস্তানিদের ওপর 'নিষেধাজ্ঞায়' সায় দিয়েছে নাগরিক সমাজের একাংশ। তবে উল্টো পথেও হেটেছে অনেকেই। এবার পাকিস্তানের শিল্পীদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অভয় দেওল। শিল্প সৃষ্টিকে সর্বদাই দেশ বেড়াজালের উর্দ্ধে রাখা দরকার, এই কথাই বুঝিয়ে দিতে চাইলেন অভয়। 



তিনি বলেন, "যদি পাকিস্তানকে ব্যান করতেই হয় তাহলে কেন শুধু পরিচালকদের ওপরই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে? পাকিস্তানের সঙ্গে সমস্ত ধরনের আমদানি রফতানিও বন্ধ করে দেওয়া হোক"। তাঁর সঙ্গে তিনি এও বলেন, "পাকিস্তানকে ব্যান করে যদি সত্যিই দেশের জাওয়ানদের কোনও উপকার হয়, তাহলে আমি পাকিস্তানের ওপর সমস্ত নিষেধাজ্ঞাকে সমর্থন করব"।