Gladrags 2004-এ একসঙ্গেই যাত্রা শুরু, Sidharth-কে হারিয়ে পুরনো দিনে ফিরলেন Abhinav
পুরনো বন্ধু সিদ্ধার্থের মৃত্যুর পর স্মৃতির সরণী বেয়ে ১৭ বছর আগের সেই দিনে ফিরে গিয়েছেন অভিনব।
নিজস্ব প্রতিবেদন : ইন্টিরিয়র ডিজাইনার হিসাবে কাজ করার পর ২০০৪-এ প্রথম মডেলিং দুনিয়ায় পা রেখেছিলেন সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)। সেবছর Gladrags Manhunt and Megamodel Contest-এ রানার্স আপ হন সিদ্ধার্থ। সেদিনের সেই প্রতিযোগিতায় সিদ্ধার্থের সঙ্গে অংশ নিয়েছিলেন ছোট পর্দার আরও এক জনপ্রিয় তারকা অভিনব শুক্লা (Abhinav Shukla)। পুরনো বন্ধু সিদ্ধার্থের মৃত্যুর পর স্মৃতির সরণী বেয়ে ১৭ বছর আগের সেই দিনে ফিরে গিয়েছেন অভিনব।
ইনস্টাগ্রামে ২০০৪ সালে Gladrags Manhunt and Megamodel Contest-এর সেই ছবি শেয়ার করেছেন অভিনব শুক্লা (Abhinav Shukla)। ছবিতে সিদ্ধার্থ দাঁড়িয়ে রয়েছেন এক্কেবারে বাঁদিকে। আর অভিনব দাঁড়িয়ে ডানদিকে। দুজনের গায়েই ছিল গাঢ় রঙের স্যুট। ছবি শেয়ার করে অভিনব লিখেছেন, "এখান থেকেই আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছিলাম। গ্ল্যাড্র্যাগস ২০০৪। আমরা সবাই প্রতিযোগিতার জন্য আমাদের ভূমিকা প্রস্তুত করেছিলাম কেউ কেউ একটি বিখ্যাত উক্তি বেছে নিয়েছিলেন, অন্যরা নিজের নামের সঙ্গে one-liners তৈরি করেছিলেন। সিদ্ধার্থের ভূমিকাতে লিখেছিলেন 'live life like it's your last, cause one day you gonna be right, hi this is Siddharth Shukla from Mumbai' অর্থাৎ একটাই জীবন সেকথা মাথায় রেখে জীবনে বেঁচে নাও, একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে।... এটা ঠিক হল না! তুমি বড় তাড়াতাড়ি চলে গেলে!"
আরও পড়ুন-Drugs Case: ইডি-র দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী Rakul Preet Singh
২০০৪-এ গ্ল্যাড্র্যাগস প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার পর ২০০৫ সালে তুরস্কে অনুষ্ঠিত বিশ্বের সেরা মডেল প্রতিযোগিতায় ৪০০ জনের মধ্যে প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জিতেছিলেন সিদ্ধার্থ (Sidharth Shukla)। প্রসঙ্গে গ্ল্যাড্র্যাগস মডেল প্রতিযোগিতার পর 'বাবুল কা আঙ্গনা ছুটে না' ধারাবাহিকেও একসঙ্গে কাজ করেছিলেন সিদ্ধার্থ ও অভিনব শুক্লা।