জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বিগত বেশ কয়েকমাস ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিচ্ছেদের খবরে সরগরম গোটা বলিউড। তার মাঝেই ক্ষমা চাওয়ার বার্তা দিলেন বচ্চন পুত্র। বললেন, 'যাঁদের এত দিন দুঃখ দিয়েছি, তাঁদের কাছে এ বার ক্ষমা চাইতে হবে।' মঙ্গলবার মুক্তি পেয়েছে সুজিত সরকারের পরিচালনায় অভিষেকের নতুন ছবি 'আই ওয়ান্ট টু টক'-এর ঝলক।
 
ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। 'আই ওয়ান্ট টু টক'-এর ট্রেলারে অর্জুন একজন অসুস্থ বাবা ৷  তাঁর সঙ্গে রয়েছে দুই মেয়ে ৷ অভিষেক মেরুদণ্ডের রোগে ভুগছেন ৷ চিকিৎসক জানিয়ে দিয়েছেন তাঁর হাতে সময় খুব কম। আর এই অসুস্থতা তাঁর জীবন দেখার দৃষ্টিভঙ্গী পালটে দেয়। একই সঙ্গে, তিনি অসুস্থতার মধ্যেও মেয়েদের যত্ন করে চলেন ৷ একজন সিঙ্গেল ফাদারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন ও আবেগ মন ছুঁয়ে যায় ৷ ঝলকে চোখে পরে , অভিষেক কোনও বাঙালি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ট্রেলারে দেখা গেছে অভিষককে শারীরিক গঠনের পরিবর্তনও করতে হয়েছে, ওজন বেড়েছে তারকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'ছেলে যেন পাশ করে যায়'! মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা রচনার...


অনেকেই এই ছবির সঙ্গে সুজিতের 'অক্টোবর' ছবিটিরও তুলনা টেনেছেন। এর আগে 'আই ওয়ান্ট টু টক' সিনেমার টিজারে অভিষেকের কণ্ঠে শোনা গিয়েছিল, 'আমি শুধু কথা বলতেই ভালোবাসি না, বরং কথা বলার জন্যই বেঁচে আছি। জীবিত অথবা মৃতদের মধ্যে আমি শুধু একটি পার্থক্যই দেখতে পাই। জীবিতরা কথা বলতে পারেন আর মৃতরা সেটা পারেন না।' আগামী ২২ নভেম্বর মুক্তি পেতে চলেছে সেই ছবি। অভিষেকের এই ঘোষণা খুশি তাঁর অনুরাগীরা।ট্রেলার শেয়ার করে অভিষেক লিখেছেন, 'আপনাদের সঙ্গে অর্জুন ৷ এমন এক মানুষ যে সাধারণ জীবনে এক্সট্রাঅর্ডিনারি নানা চ্যালেঞ্জের সম্মুখীন ৷'



আরও পড়ুন:  বলিউডে দুঃসংবাদ! মাত্র ৫৪ বছরেই প্রয়াত 'গদর'খ্যাত অভিনেতা টনি...


এর আগেও একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিষেক। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে রাখা একটি ছোট্ট পুতুলকে। ভিডিয়োর নেপথ্যে শোনা যাচ্ছে অভিষেকের গলা। তিনি বলছেন, 'আমি শুধু কথা বলতেই ভালোবাসি না। আমি কথা বলার জন্যই বাঁচি। আমার কাছে এটাই বাঁচা ও মরার মূল ফারাক। যাঁরা জীবিত তাঁরাই কথা বলতে পারেব, মৃতরা পারেন না'। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'আমরা এরকম সবাই একজন মানুষকে চিনি, যিনি কথা বলতে ভালোবাসেন। এটি এমন এক মানুষের গল্প, যাঁর জীবনে যাই হোক না কেন, যিনি সবার ভালো দিকটাই দেখেন। আপনার পরিচিত সেই মানুষটিকে ট্যাগ করুন যিনি কথা বলতেই বাঁচেন'। 


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)